বিষয়বস্তুতে চলুন

রানীগঞ্জ সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রানীগঞ্জ সেতু
স্থানাঙ্ক২৪°৪২′০৪″ উত্তর ৯১°৩২′০৭″ পূর্ব / ২৪.৭০১১৬৯° উত্তর ৯১.৫৩৫৪১৩° পূর্ব / 24.701169; 91.535413
বহন করেযানবাহন
অতিক্রম করেকুশিয়ারা নদী
স্থানরাণীগঞ্জ, জগন্নাথপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা
বৈশিষ্ট্য
মোট দৈর্ঘ্য৭০২.৩২ মিটার (২,৩০৪.২ ফুট)
প্রস্থ১০.২৫ মিটার (৩৩.৬ ফুট)
উচ্চতা১২ মিটার (৩৯ ফুট)
স্প্যানের সংখ্যা১৫
লেনের সংখ্যা
ইতিহাস
নির্মাণ শুরু১৪ জানুয়ারি ২০১৭; ৮ বছর আগে (2017-01-14)
নির্মাণ ব্যয়১৫৫ কোটি বাংলাদেশী টাকা
উদ্বোধন হয়৭ নভেম্বর ২০২২; ২ বছর আগে (2022-11-07)
অবস্থান
মানচিত্র

রানীগঞ্জ সেতু সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু। এটি সিলেট বিভাগের বৃহত্তম সেতু।[] সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের আগস্ট মাসে এবং শেষ হয় ২০২২ সালের নভেম্বরে মাসে। সেতুটি নির্মাণের ফলে সড়কপথে ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দুরত্ব ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) কমে গিয়েছে।[][]

অবস্থান

[সম্পাদনা]

সেতুটি কুশিয়ারা নদীর উপরে নির্মাণ করা হয়েছে যা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারের দক্ষিণ-পূর্বে অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ পাগলা–জগন্নাথপুর–রায়গঞ্জ–আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু করেন। ২০০১ সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান এই সড়ক অপ্রয়োজনীয় উল্লেখ করে বরাদ্দ বাতিল করে দেন ফলে সেতু নির্মাণ স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে তৎকালীন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মান্নান (পরবর্তীতে পরিকল্পনামন্ত্রী) এই আঞ্চলিক মহাসড়কের কাজ পুনরায় চালুর প্রচেষ্টা চালান। একপর্যায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার তালিকায় এটি নিয়ে আসেন এবং একনেকে ৫২ কোটি বাংলাদেশী টাকা অনুমোদন পায়। পরবর্তীতে ধাপে ধাপে ব্যয় এবং সময় বাড়ানো হয়।[]

২০১৪ সালের ২৪ জুন একনেকে সেতুটি নির্মাণের প্রস্তাব পাস হয়।[] সেতু নির্মাণের কার্যাদেশ আসে ২০১৬ সালের ১১ আগস্ট[] এবং ২০১৭ সালের ১৪ জানুয়ারি নির্মাণ কাজ শুরু হয়।[] প্রথমে সেতুর নির্মাণ ব্যয় ৯১ কোটি বাংলাদেশী টাকা ধরা হয়েছিল।[] সেতু ও আড়াই কিলোমিটার সংযোগ সড়ক এবং টোল প্লাজার নির্মাণকাজ শেষ করতে মোট ১৫৫ কোটি বাংলাদেশী টাকা ব্যয় হয়েছে।[] সেতুর নির্মাণ কাজ শেষে ২০২২ সালের ৭ নভেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রানীগঞ্জ সেতু"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - রানীগঞ্জ ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৩ 
  2. "রানীগঞ্জ সেতু উদ্বোধন: ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দূরত্ব কমল ৫৫ কিলোমিটার"ঢাকা টাইমস। ২০২২-১১-০৭। ২০২২-১১-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৩ 
  3. "সোমবার উদ্বোধন স্বপ্নের রানীগঞ্জ সেতুর"সময় সংবাদ। ২০২২-১১-০৬। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৩ 
  4. আমিনুর রহমান জিলু (২০২২-১১-০৭)। "জগন্নাথপুরে রানীগঞ্জ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা"সকালের সময়। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৩