রানি কি বাব
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
অবস্থান | পাটান, গুজরাত, ভারত |
মানদণ্ড | সাংস্কৃতিক: (i), (iv) |
সূত্র | 922 |
তালিকাভুক্তকরণ | ২০১৪ (৩৮তম সভা) |
আয়তন | ৪.৬৮ হেক্টর (১১.৬ একর) |
নিরাপদ অঞ্চল | ১২৫.৪৪ হেক্টর (৩১০.০ একর) |
স্থানাঙ্ক | ২৩°৫১′৩২″ উত্তর ৭২°৬′৬″ পূর্ব / ২৩.৮৫৮৮৯° উত্তর ৭২.১০১৬৭° পূর্ব |
রানি কি বাব (গুজরাটি: રાણકી વાવ, আক্ষ. 'রানির বাওড়ি') ভারতের গুজরাত রাজ্যের পাটান শহরে অবস্থিত এক বাওড়ি। এটি চালুক্য রাজা প্রথম ভীমের স্ত্রী উদয়মতী নির্মাণ করেছিলেন। দীর্ঘদিন ধরে এতে পলিকণা জমে ছিল এবং ১৯৪০-এর দশকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ একে পুনরায় আবিষ্কৃত করেছিল এবং ১৯৮০-এর দশকে এর পুনরুদ্ধার সম্পন্ন করেছিল। ২০১৪ সালে একে ভারতের এক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল।
ইতিহাস
[সম্পাদনা]চালুক্য আমলে রানি কি বাব তৈরি হয়েছিল। এটি গুজরাতের সরস্বতী নদীর তীরে অবস্থিত।[১] ১৩০৪ খ্রিস্টাব্দে জৈন সন্ন্যাসী মেরুতুঙ্গ তাঁর রচিত প্রবন্ধ-চিন্তামণি গ্রন্থে বলেছিলেন, "উদয়মতী, নরবরাহ খেঙ্গরের কন্যা, শ্রীপট্টনে [পাটানে] এই অভিনব বাওড়িটি তৈরি করেছিলেন"। এই গ্রন্থের মতে, ১০৬৩ খ্রিস্টাব্দে বাওড়িটির নির্মাণ শুরু হয়েছিল এবং ২০ বছর পর এর নির্মাণ সমাপ্ত হয়েছিল। মনে করা হয়, রাজা প্রথম ভীমের (শা. ১০২২–১০৬৪ খ্রিস্টাব্দ) স্মৃতিতে তাঁর রানি উদয়মতী এটি নির্মাণ করেছিলেন এবং রাজার মৃত্যুর পর উদয়মতী ও কর্ণ এর নির্মাণ সমাপ্ত করেছিলেন, কিন্তু নির্মাণ শুরু করার সময় রানি উদয়মতী কি আদৌ বিধবা ছিলেন কি না তা বিতর্কিত। আবু পর্বতের বিমল বসাহী মন্দিরের স্থাপত্যগত মিল অনুযায়ী কমিশারিয়াট এর নির্মাণের তারিখ ১০৩২ খ্রিস্টাব্দে করেছে এবং আবু পর্বতের মন্দিরটি ঐ একই সালে তৈরি হয়েছিল।[২][৩][৪]
চিত্রণ
[সম্পাদনা]জুলাই ২০১৮ থেকে মহাত্মা গান্ধী নিউ সিরিজের ১০০ টাকার নোটের উল্টোদিকে রানি কি বাব চিত্রিত আছে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rani-ki-Vav (the Queen's Stepwell) at Patan, Gujarat – UNESCO World Heritage Centre"। whc.unesco.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৫-১২-০৫।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;:3
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Shastri, Hariprasadji (১৯৭৬)। Gujaratlo Rajkiya Ane Sanskritik Itihas Granth Part-iii Itihasni Gujaratlo Rajkiya Ane Sanskritik Itihas Granth Part-iv Solanki। পৃষ্ঠা 135–137।
- ↑ Vinod Chandra Srivastava (২০০৮)। History of Agriculture in India, Up to C. 1200 A.D.। Concept। পৃষ্ঠা 857। আইএসবিএন 978-81-8069-521-6।
- ↑ "RBI to Issue New Design ₹ 100 Denomination Banknote"। rbi.org.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-১৯।
আরও পড়ুন
[সম্পাদনা]- Mankodi, Kirit (১৯৯১)। The Queen's stepwell at Patan (ইংরেজি ভাষায়)। Bombay: Project for Indian Cultural Studies। আইএসবিএন 978-81-900184-0-1। ওসিএলসি 28801053।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |