রাধিকা সেন
রাধিকা সেন | |
---|---|
জন্ম নাম | রাধিকা সেন |
জন্ম | ১৯৯৩ বড়োহা, কাংড়া, হিমাচল প্রদেশ, ভারত |
আনুগত্য | ভারত |
সেবা/ | ভারতীয় সেনাবাহিনী |
কার্যকাল | ২০১৬ - বর্তমান |
পদমর্যাদা | মেজর |
ইউনিট | ইন্ডিয়ান আর্মি সার্ভিস কর্পস (IASC) |
নেতৃত্বসমূহ | এনগেজমেন্ট প্লাটুন কমান্ডার, ইন্ডিয়ান র্যাপিড ডিপ্লয়মেন্ট ব্যাটালিয়ন |
পরিচিতির কারণ | জাতিসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কার (২০২৩) প্রাপক |
পুরস্কার | জাতিসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কার |
মাতৃশিক্ষায়তন | পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড়; আইআইটি বোম্বে[১] |
মেজর রাধিকা সেন একজন ভারতীয় সেনা কর্মকর্তা যিনি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা শান্তিরক্ষা মিশনে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য সুপরিচিত। ১৯৯৩ সালে হিমাচল প্রদেশে রাধিকার জন্ম। সেনাবাহিনীতে যোগদানের পর, তিনি জাতিসংঘের মিশন মোনুস্কো (MONUSCO)-এ এনগেজমেন্ট প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করেন। সেখানে তিনি স্থানীয় জনগণের জন্য সাম্প্রদায়িক সুরক্ষা, লিঙ্গ সমতা এবং শিক্ষার উন্নয়নে নেতৃত্ব দেন। [২] তার অসামান্য কাজের জন্য তিনি ২০২৪ সালে জাতিসংঘের সামরিক লিঙ্গ সমতা প্রবক্তা (মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট) পুরস্কার অর্জন করেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে “সত্যিকারের নেত্রী ও আদর্শ ব্যক্তিত্ব ব্যক্তিত্ব” বলে অভিহিত করেছেন।[৩]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]মেজর রাধিকা সেন ১৯৯৩ সালে ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলার বড়োহা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হিমাচল প্রদেশের সুন্দরনগরের সেন্ট মেরি উচ্চ বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। [৪] বিজ্ঞান বিষয়ে গভীর আগ্রহ থাকায় তিনি চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে জৈবপ্রযুক্তিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ভারতের আইআইটি বোম্বেথেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হন।[৫] দেশ সেবার আবেগে অনুপ্রাণিত হয়ে, তিনি সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য তার পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছিলেন।
সামরিক জীবন
[সম্পাদনা]মেজর রাধিকা সেন ২০১৫ সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি (OTA)-তে তার সামরিক প্রশিক্ষণ শুরু করেন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর, তিনি একজন লেফটেন্যান্ট হিসেবে ভারতের বিভিন্ন স্থানে, যেমন জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং সিকিমে কর্মরত ছিলেন। [৫]
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
[সম্পাদনা]মার্চ ২০২৩ সালে মেজর রাধিকা সেন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে জাতিসংঘের স্থিতিশীলতা মিশন মোনুস্কো (MONUSCO)-এ নিয়োগপ্রাপ্ত হন। সেখানে তিনি ভারতীয় র্যাপিড ডিপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করেন।[৬] নারী ও পুরুষ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল নেতৃত্ব দিয়ে, তিনি সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, সুরক্ষা সমস্যা সমাধান এবং নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করেন। তিনি "কমিউনিটি অ্যালার্ট নেটওয়ার্ক" প্রতিষ্ঠা করেন, যা সাধারণ মানুষকে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রিপোর্ট করতে সহায়তা করে। এছাড়া তিনি স্থানীয় নারীদের সমস্যাগুলো তুলে ধরার জন্য বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করেন এবং আত্মনির্ভরশীলতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করেন। [৭]
সম্মাননা ও স্বীকৃতি
[সম্পাদনা]২০২৪ সালের মে মাসে মেজর রাধিকা সেন জাতিসংঘের মর্যাদাপূর্ণ "মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার" পুরস্কার অর্জন করেন। এই পুরস্কার তার লিঙ্গ-সংবেদনশীল শান্তিরক্ষা প্রচেষ্টার জন্য, সংঘাতপূর্ণ অঞ্চলে নেতৃত্ব প্রদানের জন্য এবং কঙ্গোর নারীদের ক্ষমতায়নে তার অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। [৮] জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে "সত্যিকারের নেত্রী ও আদর্শ ব্যক্তিত্ব ব্যক্তিত্ব" হিসেবে অভিহিত করেন। তিনি মেজর সেনের সম্প্রদায় গঠন এবং মানবিক উদ্যোগে অবিচল নিষ্ঠার কথা উল্লেখ করেন।[৩][৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "IIT Bombay Alumna, Major Radhika Sen, Receives Prestigious UN Military Gender Advocate of the Year Award" (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "Major Radhika Sen's service is true credit to United Nations as a whole: Secretary-General Guterres"। ডেকান হেরাল্ড। পিটিআই। ৩১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ Kumar, Ajeet (২৮ মে ২০২৪)। "True leader and role model', UN Chief praises Himachal girl Major Radhika Sen for earning top military award"। ইন্ডিয়া টিভি। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "सुंदरनगर की राधिका सेन बनी लैफ्टिनैंट"। পাঞ্জাব কেসরী (হিন্দি ভাষায়)। ১৪ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "Meet Major Radhika Sen: The Indian peacekeeper championing gender equality in UN Missions"। The Economic Times। ৩১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ Mukherjee, Vasudha (৩১ মে ২০২৪)। "Major Radhika Sen receives UN Military Gender Advocate of the Year Award"। Business Standard। New Delhi। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "Indian Peacekeeper Wins 2023 Military Gender Advocate of Year Award"। UN। ২৮ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "Quicksplained: Who is Major Radhika Sen, the Indian Army officer to be honoured with the UN advocacy award?"। ফার্স্টপোস্ট। ২৯ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "Major Radhika Sen receives prestigious 2023 UN Military Gender Advocate of the Year Award"। The Indian Express। PTI। ৩১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৪।