রাতাবাড়ী বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাতাবাড়ী
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১ নং চিহ্নিত কেন্দ্রটি রাতাবাড়ী
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১ নং চিহ্নিত কেন্দ্রটি রাতাবাড়ী
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাকরিমগঞ্জ
কেন্দ্র নং.
লোকসভা কেন্দ্র১. করিমগঞ্জ
নির্বাচনী বছর১,৭৩,৯৭৪ (২০২১)

রাতাবাড়ী বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৬২ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (সাত বার)।

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৭৩,৪৩৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৯,৪৮৭ জন এবং নারী ভোটার ৮৩,৯৪৯ জন। এছাড়াও তিনজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৩৮।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৪৮,২৬৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৮,৭৯৮ জন এবং নারী ভোটার ৬৯,৪৭১ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৩৮,০২০ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭২,৪৪২ জন এবং নারী ভোটার ৬৫,৫৭৮ জন।[৩]

বিধানসভার সদস্য[সম্পাদনা]

নির্বাচন বিধায়ক[৪] দল সময়কাল
২০২১ বিজয় মালাকার বিজেপি ২০১৯-বর্তমান
২০১৯
২০১৬ কৃপানাথ মল্ল ২০১১-১৯
২০১১ আইএনসি
২০০৬ শম্ভু সিং মল্ল বিজেপি ২০০৬-১১
২০০৩ কৃপানাথ মল্ল আইএনসি ২০০৩-০৬
২০০১ রথীশরঞ্জন চৌধুরী স্বতন্ত্র ২০০১-০৩
১৯৯৬ শম্ভু সিং মল্ল বিজেপি ১৯৯৬-২০০১
১৯৯১ রামপায়ারে রবিদাস ১৯৯১-৯৬
১৯৮৫ কুমারী রবিদাস আইএনসি ১৯৮৫-৯১
১৯৮৩ সুবলচন্দ্র দাস ১৯৮৩-৮৫
১৯৭৮ লীলাময় দাস জেপি ১৯৭৮-৮৩
১৯৭২ সুরঞ্জন নন্দী আইএনসি ১৯৭২-৭৮
১৯৬৭ বি. উপাধ্যায় ১৯৬৭-৭২
১৯৬২ বৈদ্যনাথ মুখোপাধ্যায় ১৯৬২-৬৭

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০২১ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : রাতাবাড়ী[৫]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি বিজয় মালাকার ৮৪,৭১১ ৬১.৯২% +২.৭৭
কংগ্রেস শম্ভু সিং মল্ল ৪৮,৪৯০ ৩৫.৪৪% -২.৯৭
উপরের কোনোটিই নয় নেই ১,২০০ ০.৮৮% -০.১৭
জয়ের ব্যবধান ৩৬,২২১ ২৬.৭১% +৫.৯৭
ভোটার উপস্থিতি ১,৩৫,৬১১ ৭৮.৬১% +৪.২৪
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং +২.৭৭

২০১৯ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা উপনির্বাচন, ২০১৯ : রাতাবাড়ী
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি বিজয় মালাকার ৬৮,৪৫৫ ৫৯.১৫ +১১.০৭
কংগ্রেস কেশবপ্রসাদ রজক ৪৪,৪৫৪ ৩৮.৪১ +১২.১৮
এসইউসিআই(সি) বীরেন্দ্র রবিদাস ৯৪৪ ০.৮২ +০.৫১
উপরের কোনোটিই নয় নেই ১,২১৭ ১.০৫ +০.২৬
সংখ্যাগরিষ্ঠতা ২৪,০০১ ২০.৭৪ −১.১১
ভোটার উপস্থিতি ১,১৫,৭৩০ ৭৪.৩৭ −১.৫৫
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং +১১.০৭

২০১৬ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬: রাতাবাড়ী
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি কৃপানাথ মল্ল ৫৩,৯৭৫ ৪৮.০৮ +২৩.২৪
কংগ্রেস অখিলরঞ্জন তালুকদার ২৯,৪৪৯ ২৬.২৩ -১৩.৫৯
গণতান্ত্রিক মোর্চা রাজীব বিশ্বাস ২৩,৯২৬ ২১.৩১ +০.২২
স্বতন্ত্র সেতুলচন্দ্র নমঃশূদ্র ৯০৮ ০.৪০ অপ্রযোজ্য
এসপি নির্মল মল্লিক ৫৪২ ০.৪৮ -০.০৭
স্বতন্ত্র প্রবীর বর্ধন ৪৮৭ ০.৪৩ অপ্রযোজ্য
স্বতন্ত্র সঞ্জয় কুমার মল্ল ৪১৯ ০.৩৭ অপ্রযোজ্য
স্বতন্ত্র কালীপদ বিশ্বাস ৩৮০ ০.৩৩ অপ্রযোজ্য
স্বতন্ত্র মণিলাল রবিদাস ৩৭০ ০.৩২ অপ্রযোজ্য
এসইউসিআই(সি) সত্যেন্দ্র নমঃশূদ্র ৩৫৪ ০.৩১ অপ্রযোজ্য
স্বতন্ত্র নিরঞ্জন মল্ল ২৬৭ ০.২৩ অপ্রযোজ্য
স্বতন্ত্র রঞ্জু রায় ২৪৭ ০.২১ অপ্রযোজ্য
স্বতন্ত্র উমেশ মল্ল ২০৪ ০.১৮ অপ্রযোজ্য
স্বতন্ত্র অমূল্য নমঃশূদ্র ১৯১ ০.১৬ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় কোনোটিই নয় ৮৮৯ ০.৭৯ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৫২৬ ২১.৮৫ +৭.০১
ভোটার উপস্থিতি ১,১২,৬০৮ ৭৫.৯২ +১৪.৭৮
নিবন্ধিত ভোটার ১,৪৭,৮৬৫
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং

২০১১ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১১: রাতাবাড়ী
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস কৃপানাথ মল্ল ৩৩,০৪৩ ৩৯.৮২
বিজেপি নিখিল শুক্লবৈদ্য ২০,৬১৪ ২৪.৮৪
গণতান্ত্রিক মোর্চা প্রিয়দারঞ্জন মল্লিক ১৭,৫০০ ২১.০৯
তৃণমূল অমরেশ রায় ৩,৯৩৮ ৪.৭৫
সিপিআই রাজেন্দ্রচন্দ্র দাস ৩,১৪৭ ৩.৭৯
অগপ মুন স্বর্ণকার ১,৭৪১ ২.১০
স্বতন্ত্র বিজয়প্রসাদ মল্ল ৮১৩ ০.৯৮
এসইউসিআই(সি) মণিলাল‌ রবিদাস ৫৭১ ০.৬৯
এসপি নির্মল মল্লিক ৪৫৭ ০.৫৫
স্বতন্ত্র পরীক্ষিত রায় ৪১৪ ০.৫০
স্বতন্ত্র আনন্দশঙ্কর মল্ল ৪০৬ ০.৪৯
স্বতন্ত্র প্রদীপ বনিয়া ৩২৯ ০.৪০
সংখ্যাগরিষ্ঠতা ১২,৪২৯ ১৪.৮৪
ভোটার উপস্থিতি ৮৩,৯৭৩ ৬১.১৪
নিবন্ধিত ভোটার ১,৩৫,৭০৬
বিজেপি থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Ratabari constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/ratabari-election-result-s03a001/
  4. "List of Wiining MLA's from Ratabari (SC) Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।