রাজ্য সড়ক ৪এ (পশ্চিমবঙ্গ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজ্য সড়ক ৪এ
পথের তথ্য
দৈর্ঘ্য৩৯ কিমি (২৪ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর প্রান্ত:তুলিন
দক্ষিণ প্রান্ত:ঝালদা, পুরুলিয়া জেলা
মহাসড়ক ব্যবস্থা

রাজ্য সড়ক ৪এ হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রাজ্য সড়ক।এই রাজ্য সড়কটি টুলিন থেকে ঝালদা পর্যন্ত গেছে।

রুট[সম্পাদনা]

রাজ্য সড়কটি তুলিন এর কাছে ১৮ নম্বর জাতীয় সড়ক (ভারত) থেকে উৎপন্ন হয়ে ঝালদা পর্যন্ত গেছে।এখানে এটি ৪ নং রাজ্য সড়ক এর সঙ্গে যুক্ত।সড়কটি চাস মোড় এ শেষ হয়েছে।এই রাজ্য সড়কটি ৩৯ কিলোমিটার দীর্ঘ।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Google maps
  2. "List of State Highways in West Bengal"। West Bengal Traffic Police। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬