রাজ্যশ্রী কুমারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজ্যশ্রী কুমারী
জন্ম (1953-06-04) ৪ জুন ১৯৫৩ (বয়স ৭০)
পিতা-মাতাকর্ণী সিং
সুশীলা কুমারী

রাজ্যশ্রী কুমারী (জন্ম ৪ঠা জুন, ১৯৫৩) একজন প্রাক্তন ভারতীয় ক্রীড়া শ্যুটার। শুটিংয়ে সাফল্যের জন্যে ১৯৬৮ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি ভারত সরকার দ্বারা সম্মানজনক অর্জুন পুরস্কারে ভূষিত হন । [১]

তিনি মহারাজা গঙ্গা সিংজি ট্রাষ্টের চেয়ারপারসন এবং লালগড় প্যালেসের মালিক। রাজ্যশ্রী অনেক দাতব্য ট্রাস্ট পরিচালনা করেন এবং বিকানিরে থাকেন। অল্প বয়সেই তার বিয়ে হয়েছিল। ও পরে বিবাহবিচ্ছেদ হয়েছিল। তার দুই সন্তান রয়েছে। [তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "LIST OF ARJUNA AWARD WINNERS"। ২৫ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-০৫