রাজ্জাক খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজ্জাক খান
रज़्ज़ाक खान
জন্মআনু. ১৯৫১
মৃত্যু১ জুন, ২০১৬(৬৫ বছর)[১][২]
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯৩-২০১৬

আব্দুর রাজ্জাক খান বা রাজ্জাক খান (১৯৫১-২০১৬) ছিলেন একজন হিন্দি চলচ্চিত্র অভিনেতা।[৩] তিনি পার্শ্বচরিত্র ও কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। তিনি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া আব্বাস-মাস্তান পরিচালিত বাদশাহ চলচ্চিত্রে মানিকচাঁদ চরিত্রের জন্য বিখ্যাত ছিলেন। তিনি হ্যালো ব্রাদার (১৯৯৯) চলচ্চিত্রে নিনজা চাচা এবং আঁখিও সে গোলি মারে (২০০২) চলচ্চিত্রে টাক্কার পালোয়ান চলচ্চিত্রে অভিনয় করেও জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ওয়েলকাম মিলিয়নস ২০১৮ সালে মুক্তি পায়।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি ভারতের মুম্বাইয়ের বাইকুলায় জন্মগ্রহণ করেন।

অভিনয় জীবন[সম্পাদনা]

বিখ্যাত টেলিভিশন শো নুককাদ (১৯৮৬-৮৭) -এ ছোট্ট ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের যাত্রা আরম্ভ হয়। রূপ কি রানী চরণ কা রাজা (১৯৯৩) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি নব্বইটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি রাজা হিন্দুস্তানী (১৯৯৬), হ্যালো ব্রাদার (১৯৯৯), হেরা ফেরি (২০০০), সাথি (২০০৭) সহ আরো অনেক চলচ্চিত্রে দক্ষতার সাথে অভিনয় করেছেন [৪]

মৃত্যু[সম্পাদনা]

হার্ট অ্যাটাকের পর ১ জুন ২০১৬ তারিখে তিনি সাড়ে বারোটার দিকে মারা যান। তাকে হার্ট অ্যাটাকের পত বান্দ্রার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানকার ডাক্তার তার আগমনের পর তাকে মৃত ঘোষণা করেন। ২০১৬ সালের জুন মাসের ২ তারিখে তাকে বেকুল্লায় দাফন করা হয়।[৫][৬]

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চলচ্চিত্র চরিত্র টীকা
১৯৯৩ রূপ কি রানী চরণ কা রাজা কেশব
১৯৯৩ দিল তেরা আশিক হেঞ্চম্যান
১৯৯৪ মোহরা রিজওয়ান
১৯৯৫ বাজি
১৯৯৬ চাহাত
১৯৯৬ ভায়েত্তিয়া মাদিচু কাত্তু তামিল চলচ্চিত্র
১৯৯৬ দারার শায়ার
১৯৯৬ রাজা হিন্দুস্তানি ট্যাক্সিচালক
১৯৯৭ ইয়েশোয়ান্ত
১৯৯৭ সানাম
১৯৯৭ ইশক নওয়াব নাদিন ধিননা চাংরেজি
১৯৯৭ লোহা মুন্না মোবাইল
১৯৯৮ পেয়ার কিয়া তো ডারনা কিয়া ভোলু
১৯৯৮ আঙ্গারে জাগগুর বন্ধু
১৯৯৮ চায়না গেট
১৯৯৮ গুন্ডা লাকি চিকনা
১৯৯৮ বড়ে মিয়া ছোটে মিয়া কালিম ঢিলা
১৯৯৯ আনাড়ি নাম্বার ১ রাজ্জু তাবেলা
১৯৯৯ কার্তুজ
১৯৯৯ চুড়েল নাম্বার ১
১৯৯৯ হাসিনা মান জায়েগি ফাইংকু
১৯৯৯ বাদশাহ মানিকচাঁদ[৭]
১৯৯৯ হ্যালো ব্রাদার নিনজা চাচা
২০০০ জরু কা গুলাম ফিদা হুসাইন
২০০০ হেরা ফেরি কবিরার দলের সদস্য
২০০০ হার দিল যো প্যায়ার কারেগা ড্যান্স মাস্টার
২০০১ কিউ কি... মেঁ ঝুট নেহি বোলতা[৮] কালা ভাই
২০০১ আমদানি আটথানি খরচা রুপাইয়া ট্যাক্সিচালক
২০০১ নায়ক অতিথি চরিত্রে
২০০১ এক লুটেরা
২০০২ কিতনে দূর কিতনে পাস রাজ্জাক
২০০২ হাঁ ম্যায়নে ভি কিয়া পিওন
২০০২ আঁখিও সে গোলি মারে টাক্কার পালোয়ান
২০০২ চোর মাচায়ে শোর খালি অ্যান্থনি
২০০৩ হাঙ্গামা বাবু বিসলেরি
২০০৩ তালাশ: দ্য হান্ট বিগিনস রাজাক খান
২০০৪ ভোলা ইন বলিউড
২০০৫ কিয়া কুল হ্যায় হাম পোপাট (লন্ড্রি ওয়ালা)
২০০৫ খুললাম খুললা পেয়ার করে
২০০৫ নো এন্ট্রি জনি টোটিওয়ালা
২০০৬ ফির হেরা ফেরি কবিরার দলের সদস্য
২০০৬ ভাগম ভাগ হাকা
২০০৬ মেরা জীবন সাথী টারজান
২০০৭ ফুল অ্যান্ড ফাইনাল
২০০৭ পার্টনার জন আংকেল
২০০৭ গুমনাম-দ্য মিস্ট্রি
২০০৮ ধুম ধাড়াকা[৯]
২০০৮ চাল চালা চাল বসন্তীলাল
২০০৮ রামা রামা কিয়া হ্যায় ড্রামা? আব্দুল
২০০৯ প্রেম কা গেম লালোয়ানি
২০১০ কুস্তি চন্দরের বন্ধু
২০১১ বিন বুলায়ে বারাতি মাস্টারজি[১০]
২০১১ লুল রাজ্জাক লালার মানুষ
২০১২ ডাল মেঁ কুচ কালা হ্যায়
২০১২ দ্য ভিক্টিম বাস কন্ডাকটর কোঙ্কণী ভাষার চলচ্চিত্র
২০১২ আতা পাতা লাপাতা[১১]
২০১২ কিয়া সুপার কুল হ্যায় হাম পোপাট (ওয়ালা)
২০১৩ বাত বান গ্যায়ি কার্লোস রেহবার পাশা
২০১৪ হাওয়াহাওয়াই-কুছ সাপ্নে সোনে নাহি দেতে গ্যারেজ মেকানিক
২০১৪ সুলেমানি কীড়া সুইটি কাপুর[১২]
২০১৪ অ্যাকশন জ্যাকসন
২০১৫ হোগায়া দিমাগ কা দাহি তিলি ভাই
২০১৬ কিয়া কুল হ্যায় হাম ৩ পোপাট (ওয়ালা)
২০১৭ সাল্লু কি শাদি
২০১৮ ওয়েলকাম মিলিয়নস ব্রেক বোনস ওরফে ব্রায়ান রদ্রিগেজ[১৩] ৯১ তম অস্কার পুরস্কারে জেনারেল ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল

টেলিভিশন[সম্পাদনা]

  • ২০১৪ - কপিল নাইটস উইদ কপিল এ গোল্ডেন ভাই
  • ২০১২ - আর কে লক্ষ্মণ কি দুনিয়া তে একটি অতিথি চরিত্রে[৭]
  • ১৯৯৭ - চমৎকার এ মাকোড়ি পালোয়ান
  • ১৯৯৭ - ফিল্মি চাককার এ পাপ্পু কাংগি
  • ১৯৯৬ - জামানা বাদল গায়া

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bollywood mourns famous actor and comedian Razzak Khan's demise"। ১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬ 
  2. "Bollywood comedian Razak Khan dies of cardiac arrest"। ১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬ 
  3. "Razak_khan News, Article in Hindi :: रफ़्तार"। ১৯ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬ 
  4. "Bollywood comedian Razak Khan dies of cardiac arrest"hindustantimes.com। ২০১৬-০৬-০১। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০১ 
  5. "Comedy actor Razak Khan dies of heart attack; Kapil Sharma, Kiku Sharda, Anurag Kashyap and other celebs mourn his death ="International Business Times (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০২ 
  6. Ghosh, Avijit (২ জুন ২০১৬)। "Comic actor Razak Khan passes away"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-১৯ 
  7. "Razak Khan to enter R K Laxman Ki Duniya"Telly Chakkar। ২৪ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩ 
  8. Taran Adarsh (২১ সেপ্টেম্বর ২০০১)। "Hindi Movie Reviews: Kyo Kii... Main Jhuth Nahin Bolta"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩ 
  9. "Akshay to play a Hollywood stuntman"Indian Express। ২৪ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩ 
  10. "Bin Bulaye Baraati Review"Koimoi। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩ 
  11. "Amitabh Bachchan unveils music for Ata Pata Laapata"Indian Express। ৫ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩ 
  12. "Mistaken identities"Indian Express। ১১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩ 
  13. https://www.imdb.com/title/tt5906418/