রাজীব সূরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডঃ রাজীব সূরি
জন্ম (1967-10-10) ১০ অক্টোবর ১৯৬৭ (বয়স ৫৬)
জাতীয়তাসিঙ্গাপুরিয়ান[১]
মাতৃশিক্ষায়তনমনিপাল ইন্সিটিউট অফ টেকনোলজি
পেশানকিয়ার সিইও
নিয়োগকারীনোকিয়া
আদি নিবাসনতুন দিল্লি
সন্তান

ডঃ রাজীব সূরি নোকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১৪ তে তার বর্তমান পদের আগে তিনি ছিলেন নোকিয়া সলিউসন এবং নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা। এবং তিনি এই পদে আসীন ছিলেন ২০০৯ থেকে, এবং নোকিয়া এর বিভিন্ন পদে ছিলেন ১৯৯৫ থেকে। তিনি মনিপাল ইন্সিটিউট অফ টেকনোলজির স্নাতক। নোকিয়াতে যুক্ত হওয়ার আগে তিনি ভারত ও নাইজেরিয়ার বিভিন্ন সংস্থার যুক্ত ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rajeev Suri CEO, CV - Nokia" (পিডিএফ)Nokia.com। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬