রাজীব দীক্ষিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজীব দীক্ষিত
রাজীব দীক্ষিত
জন্ম৩০ নভেম্বর ১৯৬৭
মৃত্যু৩০ নভেম্বর ২০১০(2010-11-30) (বয়স ৪৩)
জাতীয়তা India
শিক্ষাM.Tech

রাজীব দীক্ষিত ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী।তিনি স্বদেশী আন্দোলন[তথ্যসূত্র প্রয়োজন], আজাদী বাচাও আন্দোলন এবং আরো অনেক ক্ষেত্রে নিজ দেশের স্বার্থে সচেতনতামূলক অভিযানের প্রয়াস চালান।[১] তিনি ভারত স্বভিমান আন্দোলন-এ জাতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

পূর্ব জীবন[সম্পাদনা]

রাজীব দীক্ষিত ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এম. টেক ডিগ্রী গ্রহণ করেন এবং অল্পকাল বৈজ্ঞানিক হিসেবে কাজ করেন।[৩]

আন্দোলনসমূহ[সম্পাদনা]

  • তিনি স্বদেশী ধারণায় বিশ্বাস রাখতেন।[৪] এবং আজাদী বাচাও আন্দোলন (স্বাধীনতা বাচাও আন্দোলন), উভয় ক্ষেত্রে তিনি মূখ্যবক্তা হিসেবে কাজ করতেন।[৫][৬]
  • তিনি যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-এ নাইন ইলাভেন-এর সন্ত্রাসী হামলা নিয়ে প্রশ্ন দাঁড় করান ও দাবি করেন লোন ল্যান্টার্ণ সোসাইটি কর্তৃক প্রভাবিত এটি ছিল তৎকালীন সরকার দ্বারা রচিত কর্মকাণ্ড।[৭]

মৃত্যু[সম্পাদনা]

রাজীব দীক্ষিত ৩০শে নভেম্বর ২০১০ সালে ছত্তিশগড়, ভিলাইয়েমারা যান।[৩] ২০১২ সালে, বাবা রামদেব দাবি করেন, অপরিপক্ক আন্দোলনকে ব্যাহত করার লক্ষ্যে রাজীব দীক্ষিতের মৃত্যুর কারণ হিসেবে তাকে এই ষড়যন্ত্রে অভিযুক্ত করা হয়, যেখানে তার মৃত্যু হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে হয়েছিলো বলে তিনি উল্লেখ করেন।[৮]

গবেষণা[সম্পাদনা]

দীক্ষিত অনেকগুলো বই রচনা করেছিলেন[৯] এবং তিনি অনেক বক্তৃতাও প্রদান করেন।আস্থাভাজন কর্তৃক তার অধিকাংশ কাজই বিভিন্ন বই আকারে এবং ইলেক্ট্রনিক মাধ্যম যেমন সিডি, এসডি কার্ড ইত্যাদি দ্বারা প্রচারিত হয়ে থাকে।

বই

  • ৪-খন্ড স্বদেশী চিকিৎসা
  • গাঁও গোভাস পার আধারিত স্বদেশী কৃষি[তথ্যসূত্র প্রয়োজন]
  • গাঁও মাতা পঞ্চগাভ্য চিকিৎসা

অডিও

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ast নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; nav নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. Kumaraswam, B. M. (২ ডিসেম্বর ২০১০), "Youthful crusader of Swadeshi", The New Indian Express, Shimoga, ৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  4. Siddiqui, Tanvir (৯ ফেব্রুয়ারি ২০০০), "No English please, we're at Swadeshi Mela, say PSUs", The Indian Express, Ahmedabad, ১৮ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা 
  5. Priyanka P. Narain (৫ এপ্রিল ২০০৯), 'And then, there will be a revolution', Mint 
  6. Regular Activities | Arise, Awake!!, Vsmpantnagar.org, ২৭ ডিসেম্বর ২০০৯, ২৩ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  7. "National : `9/11 attack was stage-managed'", The Hindu, ২৮ জানুয়ারি ২০০৭, ১৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  8. "Ramdev alleges conspiracy to link him to death of an associate", The Economic Times, New Delhi, PTI, ৯ সেপ্টেম্বর ২০১২ 
  9. Rajiv Dixit Books, Ringaal, ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭