বিষয়বস্তুতে চলুন

রাজারাম শাস্ত্রী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজা রাম শাস্ত্রী (এছাড়াও রাজারাম শাস্ত্রী) (৪ জুন ১৯০৪ - ২১ আগস্ট ১৯৯১) একজন ভারতীয় শিক্ষাবিদ ছিলেন, যিনি ১৯৭১ ভারতীয় সাধারণ নির্বাচনে বারাণসীর সংসদ সদস্য (এমপি) হিসাবে ৫ম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৬৪ - ১৯৭১ সাল পর্যন্ত অধ্যাপক এবং পরবর্তীকালে কাশী বিদ্যাপীঠের উপাচার্য ছিলেন। তিনি ছিলেন রায় বাহাদুর ঠাকুর জয়সওয়ালের নাতি।

তিনি জাতীয় শ্রম কমিশনের প্রথম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন[] এবং ১৯৯১ সালে পদ্মবিভূষণ খেতাব পান [] যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মাননা।

১৯৯১ সালের ২১ আগস্ট তিনি নয়াদিল্লিতে ৮৭ বছর বয়সে মারা যান। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "IASIndia.org"www.iasindia.org। ২১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১
  2. "Padma Vibhushan Awardees"Ministry of Communications and Information Technology। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৯
  3. "Obituary"