রাঙ্গা রাঙ্গা বৈভবঙ্গা
অবয়ব
রাঙ্গা রাঙ্গা বৈভবঙ্গা | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | গিরিশায়া |
প্রযোজক | বি ভি এস এন প্রসাদ |
রচয়িতা | গিরিশায়া |
শ্রেষ্ঠাংশে | পাঞ্জা বৈষ্ণব তেজ কেতিকা শর্মা |
সুরকার | দেবী শ্রী প্রসাদ |
চিত্রগ্রাহক | শামদত সাইনুদ্দিন |
সম্পাদক | কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও |
প্রযোজনা কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ্বর সিনে চিত্র |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
রাঙ্গা রাঙ্গা বৈভবঙ্গা হল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় তেলুগু ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র।[১] এটি রচনা ও পরিচালনা করেছেন গিরিশায়া। শ্রী ভেঙ্কটেশ্বর সিনে চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বি ভি এস এন প্রসাদ। দেবী শ্রী প্রসাদ সুরারোপিত এই চলচ্চিত্রে পাঞ্জা বৈষ্ণব তেজ ও কেতিকা শর্মা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি বক্স-অফিসে বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল।[২]
অভিনয়শিল্পী
[সম্পাদনা]- পাঞ্জা বৈষ্ণব তেজ - ঋষি
- কেতিকা শর্মা - রাধা
- নবীন চন্দ্র - অর্জুন প্রসাদ (রাধার বড় ভাই)
- প্রভু - রামু (রাধার বাবা)
- তুলসি - রাধার মা
- নরেশ - চান্তি (ঋষির বাবা)
- প্রগতি - ঋষির মা
- সুব্বারাজু - রানা (অর্জুনের প্রতিদ্বন্দ্বী)
- শোভিতা রানা - শুভা (রাধার বড় বোন)
- কৌশিক ঘন্টাসালা - ঋষির বড় ভাই
- নাগা বাবু - মন্ত্রী (শিবার বাবা)
- আলি - লেকচারার
- শ্রী লক্ষ্মী - ঋষির ঠাম্মা
- নাগিনিদু - মন্ত্রী (সমাজ সেবা পার্টির নেতা)
- রাজা রবীন্দ্র - ডাক্তার (প্রশিক্ষক)
- সত্য - গ্রাম সরপঞ্চ
- রঘু বাবু - রাধার বন্ধুর বাবা
- ঝাঁসি - রাধার বন্ধুর মা
- ফিশ ভেংকট - রানার সহযোগী
- অজয় রাহুল - ঋষির বন্ধু
- রাজকুমার কাসিরেড্ডি
- নিরুপম পারিতালা - ড. কার্তিক আনন্দরাও ওরফে ডক্টর বাবু
মুক্তি
[সম্পাদনা]১১ ফেব্রুয়ারি ২০২২-এ ঘোষণা করা হয়েছিল যে, চলচ্চিত্রটি ২৭ মে, ২০২২-এ মুক্তি পাবে।[৩] কিন্তু পরে তা স্থগিত করা হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Panja Vaisshnav Tej's next titled 'Ranga Ranga Vaibhavanga,' watch title teaser - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৩।
- ↑ "Devi Sri Prasad collaborates with Armaan Malik"। Times Of India। সংগ্রহের তারিখ ৮ মে ২০২২।
- ↑ "Vaisshnav Tej's 'Ranga Ranga Vaibhavanga' to hit theatres on May 27 - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৩।
- ↑ "Vaishnav Tej's Ranga Ranga Vaibhavanga to Hit Theatres on July 1"। News18। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।