রাউটলেজ
চিত্র:Routledge logo.svg | |
মালিক প্রতিষ্ঠান | টেলর অ্যান্ড ফ্রান্সিস (Taylor & Francis) |
---|---|
অবস্থা | সক্রিয় |
প্রতিষ্ঠাকাল | ১৮৫১ |
প্রতিষ্ঠাতা | জর্জ রাউটলেজ (George Routledge) |
দেশ | যুক্তরাজ্য |
সদরদপ্তর | মিল্টন পার্ক, অ্যাবিংডন-অন-টেমস, অক্সফোর্ডশায়ার, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
পরিবেশন | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | জেরেমি নর্থ (ব্যবস্থাপনা পরিচালক, বই বিভাগ)[১] |
প্রকাশনা | বই ও একাডেমিক জার্নাল |
বিষয়বস্তু | মানবিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আচরণবিজ্ঞান, শিক্ষা, আইন |
ওয়েবসাইট | routledge |
রাউটলেজ (Routledge) একটি ব্রিটিশ বহুজাতিক প্রকাশনা সংস্থা। এটি ১৮৩৬ সালে জর্জ রাউটলেজ (George Routledge) দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং এটি মূলত মানবিক বিজ্ঞান, আচরণবিজ্ঞান, শিক্ষা, আইন ও সামাজিক বিজ্ঞান ক্ষেত্রে একাডেমিক বই, জার্নাল ও অনলাইন সম্পদ প্রকাশে বিশেষজ্ঞ।
রাউটলেজ প্রতি বছর আনুমানিক ১,৮০০টি জার্নাল এবং ৫,০০০টিরও বেশি নতুন বই প্রকাশ করে থাকে, এবং তাদের পূর্ববর্তী প্রকাশনার তালিকায় রয়েছে ১,৪০,০০০-রও বেশি শিরোনাম।[২] মানবিক ও সামাজিক বিজ্ঞানে রাউটলেজকে বিশ্বের বৃহত্তম একাডেমিক প্রকাশক হিসেবে বিবেচনা করা হয়।[৩]
১৯৯৮ সালে রাউটলেজ তার পূর্ব প্রতিদ্বন্দ্বী টেলর অ্যান্ড ফ্রান্সিস (Taylor & Francis) গ্রুপের অধীন ইমপ্রিন্ট (imprint) হিসেবে যুক্ত হয়। এটি একটি £৯০ মিলিয়নের অধিগ্রহণ চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে বিনিয়োগ প্রতিষ্ঠান সিনভেন (Cinven) পূর্বে এটি £২৫ মিলিয়নে কিনেছিল।[৪] ২০০৪ সালে ইনফর্মা (Informa) এবং টেলর অ্যান্ড ফ্রান্সিস একীভূত হলে রাউটলেজ ইনফর্মার "একাডেমিক প্রকাশনা" বিভাগের একটি প্রধান ইমপ্রিন্ট ও ইউনিটে পরিণত হয়।[৫]
রাউটলেজের প্রধান কার্যালয় অক্সফোর্ডশায়ারের মিল্টন পার্ক-এ অবস্থিত, যা টেলর অ্যান্ড ফ্রান্সিস-এর মূল অফিস। এছাড়াও তারা ফিলাডেলফিয়া, মেলবোর্ন, নয়াদিল্লি, সিঙ্গাপুর এবং বেইজিং-এ অবস্থিত অফিসগুলো থেকে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করে।[৬]
ইতিহাস
[সম্পাদনা]এই প্রতিষ্ঠানটির সূচনা ঘটে ১৮৩৬ সালে, যখন লন্ডনের বই বিক্রেতা জর্জ রাউটলেজ (George Routledge) তাঁর ভগ্নিপতি ডব্লিউ. এইচ. (উইলিয়াম হেনরি) ওয়ার্নকে সহকারী করে একটি ব্যর্থ গাইডবুক দ্য বিউটিজ অফ গিলসল্যান্ড (The Beauties of Gilsland) প্রকাশ করেন। ১৮৪৮ সালে তারা রেলযাত্রীর জন্য সস্তা উপন্যাসের সংস্করণ বিক্রির একটি দ্রুতবর্ধনশীল বাজারে প্রবেশ করেন, যা জার্মান টাউচনিট্জ (Tauchnitz) পরিবারের অনুকরণে “রেলওয়ে লাইব্রেরি” (Railway Library) নামে পরিচিত হয়।[৭]
এই উদ্যোগ রেলব্যবহারের সঙ্গে সঙ্গে সাফল্য লাভ করে, এবং এর ফলস্বরূপ ১৮৫১ সালে জর্জ রাউটলেজ, ডব্লিউ. এইচ. ওয়ার্ন ও ফ্রেডেরিক ওয়ার্ন (ওয়ার্নের ভাই) মিলে প্রতিষ্ঠানটি George Routledge & Co. নামে প্রতিষ্ঠা করেন।[৮] ১৮৫২ সালে তাঁরা আঙ্কেল টম’স কেবিন (Uncle Tom's Cabin)-এর স্বত্বমুক্ত সংস্করণ প্রকাশ করে ব্যাপক আর্থিক সাফল্য অর্জন করে, যার মাধ্যমে লেখক এডওয়ার্ড বুলওয়ার-লিটনকে £২০,০০০ প্রদান করে তাঁর ৩৫টি রচনার একচেটিয়া প্রকাশস্বত্ব ১০ বছরের জন্য অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ১৯টি উপন্যাস "রেলওয়ে লাইব্রেরি" সিরিজে সস্তা দামে বিক্রি করা হয়।[৯]

১৮৫৮ সালে প্রতিষ্ঠানটি পুনর্গঠিত হয়ে Routledge, Warne & Routledge নামে পরিচিত হয়, যখন জর্জ রাউটলেজের পুত্র রবার্ট ওয়ার্ন রাউটলেজ অংশীদার হন। ১৮৫৯ সালে ডব্লিউ. এইচ. ওয়ার্নের মৃত্যু হলে (মৃত্যুকালে বয়স ৩৭), ফ্রেডেরিক ওয়ার্ন প্রতিষ্ঠানটি ত্যাগ করেন এবং ১৮৬৫ সালে নিজের নতুন প্রতিষ্ঠান Frederick Warne & Co. গঠন করেন, যা পরবর্তীতে বিয়াট্রিক্স পটারের শিশুতোষ বইয়ের জন্য খ্যাতি লাভ করে। একই বছরে, জুলাই মাসে, জর্জ রাউটলেজের আরেক পুত্র এডমন্ড রাউটলেজ অংশীদার হন এবং প্রতিষ্ঠানটির নাম হয় George Routledge & Sons।[১০]
১৮৯৯ সালের মধ্যে প্রতিষ্ঠানটি প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল। তবে ১৯০২ সালে বিজ্ঞানী স্যার উইলিয়াম ক্রুকস, ব্যাংকার আর্থার এলিস ফ্র্যাঙ্কলিন, ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম সোয়ান সনেনশাইন এবং অন্যদের নেতৃত্বে এটি সফলভাবে পুনর্গঠিত হয়। পরবর্তীতে তারা অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠান অধিগ্রহণ শুরু করে, যার মধ্যে ১৯০৩ সালে J. C. Nimmo Ltd. অন্তর্ভুক্ত। ১৯১২ সালে তারা Kegan Paul, Trench, Trübner & Co. নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অধিগ্রহণ করে, যার সূচনা হয়েছিল চার্লস কিগান পল, আলেক্সান্ডার ট্রেঞ্চ, নিকোলাস ট্রুবনার এবং জর্জ রেডওয়ের যৌথ উদ্যোগে।[১১]
২০শ শতকের গোড়ার এই অধিগ্রহণের ফলে রাউটলেজের হাতে অনেক গুরুত্বপূর্ণ একাডেমিক বইয়ের তালিকা আসে এবং ১৯১২ সাল থেকে প্রতিষ্ঠানটি ক্রমশ গবেষণাভিত্তিক ও একাডেমিক প্রকাশনার দিকে মনোযোগী হতে থাকে, “Kegan Paul Trench Trubner” ইমপ্রিন্টে দার্শনিক, কথাসাহিত্য ও মরমিবাদ সম্পর্কিত বই প্রকাশ করে। ১৯৪৭ সালে George Routledge & Sons অবশেষে Kegan Paul Trench Trubner-এর সঙ্গে একীভূত হয়ে নতুন নাম ধারণ করে: Routledge & Kegan Paul।[১২] সি. কে. ওগডেন এবং পরে কার্ল ম্যানহেইম-এর পরামর্শে প্রতিষ্ঠানটি দর্শন, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে।
১৯৮৫ সালে Routledge & Kegan Paul যুক্ত হয় অ্যাসোসিয়েটেড বুক পাবলিশার্স (ABP)-এর সঙ্গে, যা ১৯৮৭ সালে ইন্টারন্যাশনাল থমসন কর্তৃক অধিগৃহীত হয়। যদিও মালিকানা পরিবর্তন হয়, রাউটলেজের নাম ও কার্যক্রম সংরক্ষিত থাকে এবং তারা মেথুয়েন পাবলিশিং, টাভিস্টক পাবলিকেশনস, ক্রুম হেলম, ও আনউইন হাইম্যান-এর ব্যাকলিস্ট অধিগ্রহণ করে।[১১]
১৯৯৬ সালে ইউরোপীয় প্রাইভেট ইকুইটি সংস্থা সিনভেন (Cinven) অর্থায়নে পরিচালিত একটি ব্যবস্থাপনা অধিগ্রহণের (management buyout) মাধ্যমে রাউটলেজ আবার স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে। পরবর্তী বছর তারা Carfax (জার্নাল প্রকাশক) এবং Spon (বই প্রকাশক) অধিগ্রহণ করে।[১১] ১৯৯৮ সালে, সিনভেন ও রাউটলেজ পরিচালকদের মধ্যে একটি চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি Taylor & Francis গ্রুপের (T&F) অংশ হয়ে যায় এবং রাউটলেজ নামটি একটি ইমপ্রিন্ট ও উপবিভাগ হিসেবে সংরক্ষিত থাকে।[১৩][৪]
২০০৪ সালে Taylor & Francis Informa plc-এর সঙ্গে একীভূত হয় এবং এর পর থেকে রাউটলেজ ইনফর্মার 'একাডেমিক প্রকাশনা' বিভাগের একটি মূল ইমপ্রিন্ট হিসেবে কাজ করে আসছে। রাউটলেজ বর্তমানে মানবিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে একাডেমিক বই, জার্নাল, রেফারেন্স ও ডিজিটাল পণ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ঘটে মূলত প্রাকৃতিক সম্প্রসারণ (organic growth) এবং অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠান ও তাদের বই অধিগ্রহণের মাধ্যমে।[১৪]
রাউটলেজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals বা SDGs)-কে সমর্থন জানিয়ে SDG পাবলিশার্স কমপ্যাক্ট-এ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর একটি।[১৫] তারা কার্বন নিরপেক্ষ প্রকাশনার সার্টিফিকেশন অর্জন করেছে, যা Natural Capital Partners-এর কার্বননিউট্রাল প্রোটোকলের অধীনে মুদ্রিত বই ও জার্নালের ক্ষেত্রে প্রযোজ্য।[১৬]
ব্যক্তিবর্গ
[সম্পাদনা]বিখ্যাত ইংরেজ প্রকাশক ফ্রেডরিক ওয়ারবার্গ (Fredric Warburg) ২০শ শতকের শুরুতে রাউটলেজে একজন কমিশনিং সম্পাদক (commissioning editor) হিসেবে কাজ করেছিলেন। জনপ্রিয় উপন্যাস লাভ, নিনা (Love, Nina)-র লেখক নিনা স্টিবি (Nina Stibbe) ১৯৯০-এর দশকে রাউটলেজে কমিশনিং সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।[১৭]
সাংস্কৃতিক অধ্যয়ন (cultural studies) সম্পাদক উইলিয়াম জার্মানো (William Germano) দুই দশক ধরে রাউটলেজের ভাইস প্রেসিডেন্ট ও প্রকাশনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি কুপার ইউনিয়ন বিশ্ববিদ্যালয়-এ মানববিদ্যা অনুষদের ডিন নিযুক্ত হন।[১৮]
লেখকবৃন্দ
[সম্পাদনা]রাউটলেজ থেকে যেসব খ্যাতনামা লেখকের বই প্রকাশিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন: থিওডর আদর্নো (Theodor W. Adorno), ডেভিড বোহম (David Bohm), জুডিথ বাটলার (Judith Butler), জাক দেরিদা (Jacques Derrida), আলবার্ট আইনস্টাইন (Albert Einstein), মিশেল ফুকো (Michel Foucault), সিগমুন্ড ফ্রয়েড (Sigmund Freud), আল গোর (Al Gore), ফ্রিডরিখ হায়েক (Friedrich Hayek), হান্স-হেরমান হপে (Hans-Hermann Hoppe), কার্ল ইয়ুং (Carl Jung), ক্লদ লেভি-স্ট্রস (Claude Lévi-Strauss), মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan), ব্রনিস্লাভ মালিনোভস্কি (Bronisław Malinowski), হার্বার্ট মার্কুসে (Herbert Marcuse), কার্ল পপার (Karl Popper), জোহান রকস্ট্রম (Johan Rockström), বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell), জ্যঁ-পল সার্ত্র (Jean-Paul Sartre), এবং লুডভিগ উইটগেনস্টাইন (Ludwig Wittgenstein)।
এই লেখকদের কিছু বই রাউটলেজ ক্লাসিকস (Routledge Classics) ও রাউটলেজ গ্রেট মাইন্ডস (Routledge Great Minds) সিরিজে পুনঃপ্রকাশ করা হয়েছে। এই সিরিজগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ভার্সো বুকস (Verso Books)-এর র্যাডিকাল থিংকারস (Radical Thinkers), পেঙ্গুইন ক্লাসিকস (Penguin Classics), এবং অক্সফোর্ড ওয়ার্ল্ড’স ক্লাসিকস (Oxford World's Classics)।[তথ্যসূত্র প্রয়োজন]
প্রকাশনা
[সম্পাদনা]রাউটলেজের প্রকাশনা মূল্যের কাঠামো নিয়ে সমালোচনা করা হয়েছে, কারণ তা "কেবল বিশেষ সুবিধাভোগী পাঠকেরই পক্ষে অর্জনযোগ্য", এবং এতে ওপেন অ্যাক্সেস (open access) বিকল্পগুলোর অভাব রয়েছে — যেমন DOAJ, Unpaywall এবং DOAB প্রদান করে থাকে।[১৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Managing Director, Humanities & Social Science Books, Taylor & Francis Group"। Informa। ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
- ↑ "About Us – Routledge"। ৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩।
- ↑ "Publishing With Us – Routledge"। Taylor & Francis Group। ২০১৬। ২১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬।
- ↑ ক খ Cope 1998।
- ↑ "Academic Publishing"। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৬।
- ↑ "T&F Group Global Offices"। ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৬।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;railwaylibrary
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;UCL
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;oxford
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;DNB
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ গ ...
- ↑ Franklin 1986।
- ↑ Clark ও Phillips 2008, পৃ. xvi।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;T&F
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;members
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Our Commitment to Sustainable Publishing"। Routledge। ১২ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৩।
- ↑ "About Nina Stibbe"। ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৬।
- ↑ "William Germano, Editor and Key Figure in Rise of Cultural Studies, Is Ousted by Publishing House"। Chronicle of Higher Education। ১৫ সেপ্টেম্বর ২০০৫। ১৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৮।
- ↑ Fister, Barbara (২২ অক্টোবর ২০১৯)। "The Writing on the Unpaywall"। Inside Higher Ed। ৮ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৫।