রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য
রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য | |
---|---|
![]() | |
অবস্থান | বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত |
নিকটবর্তী শহর | বর্ধমান |
স্থানাঙ্ক | ২৩°১৫′১২″ উত্তর ৮৭°৫১′০৪″ পূর্ব / ২৩.২৫৩৩৯৭° উত্তর ৮৭.৮৫১০৩৮° পূর্ব |
রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য (ইংরেজি: Ramnabagan Wildlife Sanctuary) হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। এই অভয়ারণ্যের মোট আয়তন ১৪ হেক্টর। ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে এটি অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায়।[১]
অবস্থান[সম্পাদনা]
বর্ধমান শহরের রেলস্টেশন থেকে এই অভয়ারণ্যের দুরত্ব এক কিলোমিটার।[১]
জীববৈচিত্র্য[সম্পাদনা]
১৯৭৮ সালে এই অভয়ারণ্যে চিত্রা হরিণ এবং মায়া হরিণ ছাড়া হয়। ১৯৮৮ সালের হিসাবে সেখানে ২৭টি চিত্রা হরিণ, ৮টি মায়া হরিণ এবং ১টি কৃষ্ণসার ছিলো।[১]