বিষয়বস্তুতে চলুন

রব্বীয় ইহুদিধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রব্বীয়বাদীরা তালমুদ অধ্যয়ন করছে।

রব্বীয় ইহুদিধর্ম বা রব্বীয়বাদ হলো ব্যাবিলনীয় তালমুদের আইনসংগ্রহের পরে যষ্ঠ শতাব্দী থেকে ইহুদিধর্মের গোঁড়া রূপ। রব্বীয় ইহুদিধর্মের শিকড় রয়েছে দ্বিতীয় মন্দির ইহুদিধর্মের ফরীশী সম্প্রদায়ে এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে সিনাই পর্বতে মোশি লিখিত তোরাহ (তোরাহ সে-বে-খেতাব) এবং মৌখিক তোরাহ (তোরাহ সে-বে-আল পেহ) উভয়ই পেয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে। মৌখিক তোরাহ, মৌখিকভাবে প্রেরিত, লিখিত তোরাহ ব্যাখ্যা করে। প্রথমে, মৌখিক তোরাহ লিখতে নিষেধ করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় মন্দির ধ্বংসের পরে, সংরক্ষণের স্বার্থে তালমুদ এবং অন্যান্য রব্বীয় গ্রন্থের আকারে লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।[][]

রব্বীয় ইহুদিধর্ম সাদ্দুসী, কারাইতেশমরীয়বাদের সাথে বৈপরীত্য, যা মৌখিক তোরাহকে ঐশ্বরিক কর্তৃত্ব বা ইহুদি ধর্মগ্রন্থ ব্যাখ্যা করতে ব্যবহৃত রব্বীয় পদ্ধতি হিসাবে স্বীকৃতি দেয় না। যদিও হলাখা (ইহুদি ধর্মীয় আইন) এর বাধ্যতামূলক শক্তি ও পূর্ববর্তী ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করার ইচ্ছার ক্ষেত্রে এখন রব্বীয় ইহুদিধর্মের ইহুদি সম্প্রদায়ের মধ্যে গভীর পার্থক্য রয়েছে, তবে সকলেই নিজেদেরকে মৌখিক আইনের ঐতিহ্য এবং বিশ্লেষণের রব্বীয় পদ্ধতি থেকে এসেছে বলে পরিচয় দেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Louis Jacobs (১৯৮৪)। The Book of Jewish Belief। Behrman House, Inc। পৃষ্ঠা 19–20। আইএসবিএন 978-0-87441-379-3 
  2. Shahar, Yael (অক্টোবর ২, ২০১৮)। "Is Rabbinic Judaism authentic? Musings on living Torah"The Blogs। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৯, ২০২০ 

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]