রবি ইন্দর সিংহ (শিল্পপতি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সরদার রবি ইন্দর সিংহ দুমনা (জন্ম: ২৩ মার্চ ১৯৪০) একজন শিল্পপতি, পাঞ্জাব বিধানসভা সাবেক স্পিকার এবং মরিন্দা আসন থেকে পাঁচবারের বিধায়ক। [১][২] তিনি আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।

তিনি সর্দার ইন্দ্র সিংহের নাতি এবং সরদার আজাইব সিংহের পুত্র। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী সরদার বলদেব সিংহের ভাগ্নে। সরদার বলদেব সিং নেহেরুর ঘনিষ্ঠ বিশ্বাসী ছিলেন এবং এখনও ধনীতম শিখ ব্যক্তি হিসাবে বহুল পরিচিত।

তথ্যসূত্র[সম্পাদনা]