রবার্ট বি. উইলসন
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
![]() | এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ৪ মাস আগে খাঁ শুভেন্দু (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
রবার্ট বাটলার উইলসন, জুনিয়র (জন্ম ১৬ই মে ১৯৭৩) একজন আমেরিকান অর্থনীতিবিদ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাসে অ্যাডামস ম্যানেজমেন্টের বিশিষ্ট অধ্যাপক। "নিলাম তত্ত্বের উন্নতি ও নতুন নিলাম বিন্যাসগুলির আবিষ্কারের জন্য" তার স্ট্যানফোর্ডের সহকর্মী ও প্রাক্তন ছাত্র পল আর. মিলগ্রমের সাথে একত্রে অর্থনৈতিক বিজ্ঞানে ২০২০ সালের নোবেল স্মৃতি পুরস্কার লাভ করেন। [২] [৩] তাঁর আরও দু'জন শিক্ষার্থী, অ্যালভিন ই রথ এবং বেঞ্জ্ট হল্মস্ট্রোমও তাদের নিজের মতো করে নোবেল বিজয়ী। [৪] [৫]