বিষয়বস্তুতে চলুন

রবার্ট জেমিসন ভ্যান ডি গ্রাফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবার্ট জেমিসন ভ্যান ডি গ্রাফ
রবার্ট জেমিসন ভ্যান ডি গ্রাফ (1966)
জন্ম(১৯০১-১২-২০)২০ ডিসেম্বর ১৯০১
মৃত্যু১৬ জানুয়ারি ১৯৬৭(1967-01-16) (বয়স ৬৫)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব আলাবামা
La Sorbonne
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণভ্যান ডি গ্রাফ জেনারেটর
পুরস্কারইলিয়ট ক্রেসন মেডেল (১৯৩৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

রবার্ট জেমিসন ভ্যান ডি গ্রাফ একজন মার্কিন পদার্থবিজ্ঞানী, যিনি হাই ভোল্টেজ জেনারেটর নকশা ও নির্মাণের জন্য বিখ্যাত।

জীবনী

[সম্পাদনা]

গ্রাফ ১৯০১ সালের ২০ ডিসেম্বর আলাবামায় জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব আলাবামা থেকে যন্ত্রপ্রকৌশলে ১৯২২ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯২৩ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯২৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় ব্যাচেলর ডিগ্রি এবং ১৯২৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]