রবার্ট ক্যালডারব্যাঙ্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবার্ট ক্যালডারব্যাঙ্ক
Robert Calderbank in 1986
(photo from MFO)
জন্ম১৯৫৪ (বয়স ৬৯–৭০)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনওয়ারউইক বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
পুরস্কারআইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল (২০১৩)
ক্লদ ই শ্যানন অ্যাওয়ার্ড (২০১৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রফলিত গণিত
প্রতিষ্ঠানসমূহডিউক বিশ্ববিদ্যালয়
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাMarshall Hall
ডক্টরেট শিক্ষার্থীVaneet Aggarwal
Dustin Mixon

রবার্ট ক্যালডারব্যাঙ্ক ডিউক বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার বিজ্ঞান, তড়িৎ প্রকৌশল এবং গণিতের অধ্যাপক। তিনি ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে বিএসসি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮০ সালে বেল ল্যাবস এ যোগদান করেন এবং ২০০৩ সালে এটিঅ্যান্ডটি ল্যাবস থেকে অবসর গ্রহণ করেন। তিনি এরপর প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এ অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালে ডিউক বিশ্ববিদ্যালয় এ যোগদান করেন। তিনি ২০১৩ সালে আইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল এবং ২০১৫ সালে ক্লদ ই শ্যানন অ্যাওয়ার্ড লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]