রবার্ট কেনেডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রবার্ট কেনেডি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরবার্ট জন কেনেডি
জন্ম (1972-06-03) ৩ জুন ১৯৭২ (বয়স ৫১)
ডুনেডিন, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯৮)
১৩ জানুয়ারি ১৯৯৬ বনাম জিম্বাবুয়ে
শেষ টেস্ট২৭ এপ্রিল ১৯৯৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ৯৭)
৩১ জানুয়ারি ১৯৯৬ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই৬ ডিসেম্বর ১৯৯৬ বনাম পাকিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৮ ৪৬
রানের সংখ্যা ২৮ ১৭ ৩০৬ ১২৬
ব্যাটিং গড় ৭.০০ ১৭.০০ ৯.০০ ৯.০০
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২২ ৮* ৩১ ২০*
বল করেছে ৬৩৬ ৩১২ ৫,৭৭২ ২,৪২৭
উইকেট ৯১ ৫৮
বোলিং গড় ৬৩.৩৩ ৫৬.৬০ ৩১.০২ ৩২.৬৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৩/২৮ ২/৩৬ ৬/৬১ ৪/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ১/- ১৪/০ ১৩/০
উৎস: ক্রিকইনফো, ২৯ জানুয়ারি ২০১৮

রবার্ট জন কেনেডি (ইংরেজি: Robert Kennedy; জন্ম: ৩ জুন, ১৯৭২) ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী প্রথিতযশা সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ওতাগোর প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম বোলারের দায়িত্ব পালন করতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন রবার্ট কেনেডি

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯৯৬ সালে স্বল্পকালের জন্য নিউজিল্যান্ড দলে খেলে ৪ টেস্ট ও ৭টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেয়ার সুযোগ পান। ১৯৯৬ মৌসুমে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য মনোনীত হন। ১৩ জানুয়ারি, ১৯৯৬ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। টেস্ট অভিষেকে ৩/২৮ বোলিং পরিসংখ্যান গড়েন যা তার আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ছিল। অ্যান্ডি ফ্লাওয়ার তার প্রথম টেস্ট উইকেট শিকারে পরিণত হন।[১] ঐ সফরেই ৩১ জানুয়ারি তারিখে ওডিআইয়ে অভিষিক্ত হন।

১৯৯৬ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ৬ষ্ঠ আসরে লি জার্মনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন রবার্ট কেনেডি। ঐ প্রতিযোগিতায় তার দল কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Zimbabwe in New Zealand 1995/96 Test Series - 1st Test, Cricinfo, Retrieved on 7 April 2009

বহিঃসংযোগ[সম্পাদনা]