রন অ্যাটকিনসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রন অ্যাটকিনসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রন অ্যাটকিনসন
মাঠে অবস্থান Wing half
যুব পর্যায়
অ্যাস্টন ভিলা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৫৯–১৯৭১ অক্সফোর্ড ইউনাইটেড ৩৮৩ (১৪)
পরিচালিত দল
১৯৭১–১৯৭৪
১৯৭৪–১৯৭৮
১৯৭৮–১৯৮১
১৯৮১–১৯৮৬
১৯৮৭–১৯৮৮
১৯৮৮–১৯৮৯
১৯৮৯–১৯৯১
১৯৯১–১৯৯৪
১৯৯৫–১৯৯৬
১৯৯৭–১৯৯৮
১৯৯৯
কেটেরিং টাউন
কেমব্রিজ ইউনাইটেড
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন
ম্যানচেস্টার ইউনাইটেড
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন
অ্যাথলেটিকো মাদ্রিদ
শেফিল্ড ওয়েডনেজডে
অ্যাস্টন ভিলা
কনভেন্ট্রি সিটি
শেফিল্ড ওয়েডনেজডে
নটিংহাম ফরেস্ট
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

রোনাল্ড ফ্রাঙ্কলিন অ্যাটকিনসন,[১][২] সাধারণত যিনি "বিগ রন" নামেই পরিচিত (জন্ম ১৮ মার্চ, ১৯৩৯) একজন ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। সাম্প্রতিক সময়ে তিনি ব্রিটেনের জনপ্রিয় ফুটবল পণ্ডিত। তিনি রুপকার্থে বিভিন্ন বর্ণনা দেয়ার জন্য বিখ্যাত, যাকে বিগ রনিবাদ বা রনিংলিশ নামে ডাকা হয়ে থাকে। তবে সাম্প্রতিক কালে তিনি বর্ণবাদী মন্তব্য করার কারণে বিতর্কিত হয়েছেন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

রন অ্যাটকিনসন লিভারপুলে জন্ম নিলেও জন্মের কয়েক সপ্তাহ পরে বার্মিংহামে স্থানান্তরিত হন। তার খেলোয়াড়ী জীবনে তিনি তেমন কিছু অর্জন করতে সমর্থ হননি। ১৭ বছর বয়সে তিনি অ্যাস্টন ভিলা ক্লাবের হয়ে চুক্তি করেন কিন্তু কখনো সেই দলের প্রথম একাদশের হয়ে মাঠে নামেননি। ১৯৫৯ সালে তিনি অক্সফোর্ড ইউনাইটেড ক্লাবে যোগ দেন। এখানে তিনি তার ছোটভাই গ্রাহাম অ্যাটকিনসনের সাথে খেলেন। এখানে তিনি উইং-হাফ হিসেবে ৫০০টির মত ম্যাচ খেলেন এবং দ্য ট্যাঙ্ক উপাধি পান। তিনি ছিলেন ইউনাইটেডের অধিনায়ক। তার সময়ে ১৯৬২ থেকে ১৯৬৮ এই ছয় বছরে ইউনাইটেড দক্ষিণের লিগ থেকে উন্নতি করে দ্বিতীয় বিভাগে স্থান অর্জন করে। তিনিই প্রথম অধিনায়ক যিনি একটি ক্লাবের দক্ষিণ লিগ থেকে তিনটি বিভাগ পেরুনোর সময় কোন দলকে নেতৃত্ব দিয়েছেন।

ব্যবস্থাপনার পরিসংখ্যান[সম্পাদনা]

দল দেশ থেকে পর্যন্ত রেকর্ড
খেলা জয় হার ড্র জয় %
কেটেরিং টাউন ইংল্যান্ড ১৯৭১ ১৯৭৪
ক্যামব্রিজ ইউনাইটেড ইংল্যান্ড নভেম্বর ২২ ১৯৭৪ জানুয়ারি ১২ ১৯৭৮ ১৪৬ ৬৮ ৩৬ ৪২ ৪৬.৫৭
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ইংল্যান্ড জানুয়ারি ১২ ১৯৭৮ জুন ৩০ ১৯৮১ ১৫৯ ৭০ ৩৬ ৫৩ ৪৪.০২
ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ড জুন ১ ১৯৮১ নভেম্বর ৬ ১৯৮৬ ২৮০ ১৪০ ৬৫ ৭৫ ৫০.০০
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ইংল্যান্ড সেপ্টেম্বর ৩ ১৯৮৭ অক্টোবর ১২ ১৯৮৮ ৫৩ ১৫ ২৩ ১৫ ২৮.৩০
অ্যাটলেটিকো মাদ্রিদ স্পেন ১৯৮৮ ১৯৮৯
শেফিল্ড ওয়েডনেজডে ইংল্যান্ড ফেব্রুয়ারি ১৪ ১৯৮৯ জুন ৬ ১৯৯১ ১১৮ ৪৯ ৩৪ ৩৫ ৪১.৫২
এস্টন ভিলা ইংল্যান্ড জুলাই ৭ ১৯৯১ নভেম্বর ১০ ১৯৯৪ ১৭৮ ৭৭ ৫৬ ৪৫ ৪৩.২৫
কনভেন্ট্রি সিটি ইংল্যান্ড ফেব্রুয়ারি ১৫ ১৯৯৫ নভেম্বর ৫ ১৯৯৬ ৭৪ ১৯ ২৮ ২৭ ২৫.৬৭
শেফিল্ড ওয়েডনেজডে ইংল্যান্ড নভেম্বর ১৪ ১৯৯৭ মে ১৭ ১৯৯৮ ২৭ ১১ ৩৩.৩৩
নটিংহ্যাম ফরেস্ট ইংল্যান্ড জানুয়ারি ১১ ১৯৯৯ মে ১৬ ১৯৯৯ ১৬ ১০ ২৫.০০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Matthews, Tony (২০০৫)। The Who's Who of West Bromwich Albion। Breedon Books। পৃষ্ঠা p. 260। আইএসবিএন 1-85983-474-4 
  2. The PlayerHistory.com database quotes his middle name as Frederick

বহিঃসংযোগ[সম্পাদনা]

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
ডেভ সেক্সটন
ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার
১৯৮১-১৯৮৬
উত্তরসূরী
স্যর অ্যালেক্স ফার্গুসন