রত্নভদ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রত্নভদ্র (১৪৮৯-১৫৬৩) কালচক্র বিষয়ক জো-নাং বৌদ্ধ ধর্মসম্প্রদায়ের একজন বিখ্যাত তিব্বতী বৌদ্ধ পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

রত্নভদ্র তিব্বতের বহু বিখ্যাত পণ্ডিতের নিকট শিক্ষালাভ করেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পান-ছেন-নাম-ম্খা'-দ্পাল-ব্জাং, ও-র্গ্যান-দ্জোং-পা-ছোস-স্ক্যোং-র্গ্যাল-ম্ত্শান'ব্রুগ-পা-কুন-লেগ্স প্রভৃতি। তিনি ব্যাং অঞ্চলে স্মান-স্দিংস (ওয়াইলি: sman sdings) বৌদ্ধবিহার স্থাপন করেন। এছাড়াও তিনি চুং-রি-বো-ছে (ওয়াইলি: cung ri bo che) এবং মাং-ম্খা-মু-গু-লুং (ওয়াইলি: mang mkha mu gu lung) নামক দুইটি বৌদ্ধবিহার সংস্কার করেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন 'গ্যুর-মেদ-ব্দে-ছেন (ওয়াইলি: 'gyur med bde chen)।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Lochen Ratnabhadra"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২৭