রংপুর জেলা ইনডোর স্টেডিয়াম
![]() | |
অবস্থান | রংপুর স্টেডিয়াম, ইসলামপুর (হনুমানতলা) |
---|---|
স্থানাঙ্ক | ২৫°৪৫′২৯″ উত্তর ৮৯°১৪′৫৯″ পূর্ব / ২৫.৭৫৮১৩৩° উত্তর ৮৯.২৪৯৬৮০° পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | রংপুর জেলা ক্রীড়া সংস্থা |
স্কোরবোর্ড | নেই |
নির্মাণ | |
নির্মিত | ২০১৯ - ২০২২ |
চালু | ২ আগস্ট, ২০২৩ |
নির্মাণ ব্যয় | ৳ ১২.৫১ কোটি |
সাধারণ ঠিকাদার | টেকনিপ করপোরেশন |
রংপুর জেলা ইনডোর স্টেডিয়াম (পূর্বনাম: শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম) ২০২৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি জেলা পর্যায়ের ইনডোর খেলাধুলা ও প্রশিক্ষণ আয়োজনের স্টেডিয়াম। এটির অবস্থান রংপুর শহরের ইসলামপুরে রংপুর স্টেডিয়ামের সম্মুখভাগে প্রধান ফাটকের পাশে। বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামের মতই এটিও জাতীয় ক্রীড়া পরিষদের নির্মিত ও নিয়ন্ত্রিত।[১] স্থাপনাটি স্থানীয় রংপুর জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০১৯ সালে রংপুর স্টেডিয়াম কমপ্লেক্সে বিশদ সংস্কার ও উন্নয়নের গণযোগাযোগ কেন্দ্র, ইনডোর স্টেডিয়াম, খেলোয়াড়দের আবাস, সেমিনারে রুম, সভা কক্ষ, প্রেসবক্সে নির্মাণের প্রকল্প শুরু করে।[২] ২০২২ সালের জানুয়ারিতে প্রকল্পের ঠিকাদার টেকনিপ করপোরেশন ১২ কোটি ৫১ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে স্টেডিয়ামটির নির্মাণ সম্পন্ন করে।[১] ২০২৩ সালের ২ আগস্ট অন্যান্য অবকাঠামোর সাথে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।[৩] ২০২৫ সালের মে মাসে এর নাম পরিবর্তন করে 'রংপুর ইনডোর স্টেডিয়াম' করা হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ ইসলাম, সাইফুল (২০২২-১১-১০)। "রংপুরে উদ্বোধনের অপেক্ষায় শেখ রাসেল স্টেডিয়াম"। দৈনিক সময়ের আলো। ২০২৪-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ ক খ হিমেল, রেদওয়ান (২০২৩-০৫-১৭)। "আবাসিক সংকটের কারণে উপেক্ষিত শেখ রাসেল স্টেডিয়াম"। সময় টিভি। ২০২৩-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ "প্রধানমন্ত্রীর অপেক্ষায় রংপুরবাসী"। ঢাকা পোস্ট। ২০২৩-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ "বদলে গেল ১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২৫-০৪-২৮। ২০২৫-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-৩০।