যোগেশ চন্দর দেবেশ্বর
যোগেশ চন্দর দেবেশ্বর | |
---|---|
আইটিসি লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা | |
কাজের মেয়াদ ১ জানুয়ারি ১৯৯৬ – ৪ ফেব্রুয়ারি ২০১৭ | |
উত্তরসূরী | সঞ্জীব পুরী |
এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান ও এমডি | |
কাজের মেয়াদ ১৯৯১-১৯৯৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | লাহোর, ব্রিটিশ ভারত | ৪ ফেব্রুয়ারি ১৯৪৭
মৃত্যু | ১১ মে ২০১৯ | (বয়স ৭২)
জাতীয়তা | ভারত |
বাসস্থান | কলকাতা, ভারত |
প্রাক্তন শিক্ষার্থী | আইআইটি দিল্লি |
পেশা | ব্যবসায়ী |
যোগেশ চন্দর দেবেশ্বর (৪ ফেব্রুয়ারি ১৯৪৭ – ১১ মে ২০১৯) একজন ভারতীয় ব্যবসায়ী ছিলেন। তিনি আইটিসি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি যে কোনো ভারতীয় কোম্পানির সবচেয়ে বেশি সময় ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]১৯৪৭ সালের ৪ ঠা ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের, লাহোরে জন্মগ্রহণ করেন যোগেশ চন্দর দেবেশ্বর।[১] তিনি ১৯৬৮ সালে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান দিল্লি থেকে যন্ত্র প্রকৌশল স্নাতক ডিগ্রি অর্জন করেন।[২] তিনি পরে হার্ভার্ড বিজনেস স্কুলে ছয় সপ্তাহের অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রামে যোগদান করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]যোগেশ চন্দর দেবেশ্বর ১৯৬৮ সালে আইটিসি লিমিটেডে যোগদান করেন। তিনি ১৯৮৪ সালে প্রধান বোর্ড পরিচালক হিসেবে নিযুক্ত হয় এবং ১৯৯৬ সালের জানুয়ারিতে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান হয়।[৩] ২০১০ সালে দেবেশ্বরের আইটিসি - র প্রধানের পদ থেকে পদত্যাগ করার কথা ছিল।[৪] পরে ২০১৭ সালে সংস্থার চিফ একজিকিউটিভ পদ থেকে সরে দাঁড়ান যোগেশচন্দ্র দেবেশ্বর।[৫]
তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের একজন পরিচালক হিসেবে ছিলেন , ন্যাশনাল ফাউন্ডেশন ফর কর্পোরেট গভর্নেন্সের সদস্য এবং ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]
দেভেশ্বর তাঁর মৃত্যুর সময় ভারতের দীর্ঘতম দায়িত্ব পালনকারী প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।[৬] এবং তার কোম্পানির দ্বিতীয় সর্বোচ্চ বেতনের প্রায় তিনগুণ উপার্জন করেন।[৭] ২০১১ সালে জানা যায় যে তখন তাঁর বেতন ছিল ২৬ লক্ষ রুপি।[৮] ২০১৩ সালে হার্ভার্ড বিজনেস রিভিউ তাঁকে ভারতের সেরা পারফর্মিং প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিশ্বের সপ্তম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে তালিকাভুক্ত করা হয়।[৯][১০] তিনি ২০০৫ - ২০০৬ সালে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১১] ২০১১ সালে দেভেশ্বরকে ভারতে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে তাঁকে সম্মানিত করে তত্কালীন সরকার।[৮]
মৃত্যু
[সম্পাদনা]দেভেশ্বর ১১ মে ২০১৯ সালে মারা যায় এবং যদিও মৃত্যুর তাৎক্ষণিক তার মৃত্যু সঠিক কারণ জানতে পারে নি , তবে জানা গেছে কয়েক বছর আগে ক্যানসার ধরা পড়ে তাঁর।সেই থেকে অসুস্থ ছিলেন।[১২][১৩] মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Y.C. Deveshwar thinks ITC could be a model for running India's PSUs - Business Today"। intoday.in। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৫।
- ↑ ক খ Nayar, Lola (২৪ মার্চ ২০১৭)। "Yogesh Chander Deveshwar, ITC"। Outlook। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- ↑ Gupta, Indrajit & Surendar, T (2010) "Remaking Indian Tobacco Co.", Forbes.com, 30 June 2010, retrieved 31 July 2011
- ↑ Ghosal, Sutanuka (2011) "Inhouse talent preferred for ITC heir: Yogi Deveshwar", The Economic Times, 16 June 2011, retrieved 31 July 2011
- ↑ সংস্থা, সংবাদ। "প্রয়াত আইটিসি চেয়ারম্যান যোগেশচন্দ্র দেবেশ্বর"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০১।
- ↑ Kalbag, Chaitanya (৫ ফেব্রুয়ারি ২০১২)। "From centre-half to referee"। Business Today। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৫।
- ↑ Indrajit Gupta & T. Surendar (৩০ জুন ২০১০)। "Remaking Indian Tobacco Co."। Forbes। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৫।
- ↑ ক খ "ITC chief Y C Deveshwar to pave way for successor by February 2017"। The Economic Times। The Times Group। ১৪ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৫।
- ↑ Hansen, Morten T.; Herminia Ibarra; Urs Peyer (৩০ জানুয়ারি ২০১৩)। "The Best-Performing CEOs in the World"। Harvard Business Review। Harvard Business Publishing। আইএসএসএন 0017-8012। ওসিএলসি 1751795। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৫।
- ↑ "Meet YC Deveshwar: The 7th Best Performing CEO in the World"। Yahoo Finance India। Yahoo। ২২ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৫।
- ↑ "YC Deveshwar is new CII chief"। The Economic Times। ১৮ মে ২০০৫। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২০।
- ↑ "ITC chairman YC Deveshwar passes away"। The Economic Times। ১১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৯।
- ↑ "Lost our husbands to tobacco let's fight it together, Mrs Deveshwar"। Health news, Medibulletin (ইংরেজি ভাষায়)। ১৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৯।