যাইনুদ্দিন আল-ইরাকি
ইমাম হাফিয যাইনুদ্দিন আব্দুর রহিম আল-ইরাকি | |
---|---|
জন্ম | ১৩২৫ খ্রিঃ |
মৃত্যু | ১৪০৪ খ্রিঃ |
জাতীয়তা | কায়রো |
যুগ | মধ্যযুগ |
অঞ্চল | ইরাক |
পেশা | ইসলামী ধর্মতত্ত্ববিদ ও মুহাদ্দিস |
মূল আগ্রহ | হাদিস |
লক্ষণীয় কাজ | “আলফিয়াতু ইরাকি” ও “আল মুঘনি আন-হামলিল আসফার ফিল আসফার ফি তাখরীয মা ফিল-ইহইয়া মিনাল আখবার” |
হাফিয যাইনুদ্দিন আব্দুর রহিম আল-ইরাকি (৭২৫-৮০৬ হিঃ/ ১৩২৫-১৪০৪ খ্রিঃ) ১৩২৫ খ্রিষ্টাব্দে ইরাকের একটি কুর্দি পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি কায়রোতে স্থানান্তরিত হন। তিনি তৎকালীন সময়ের একজন নেতৃস্থানীয় শাফেয়ী (ফিকাহ-এর) পণ্ডিত এবং বড় মুহাদ্দিস ছিলেন। তার ছাত্রদের মধ্যে ইবনে হাজার আল-আসক্বালানি উল্লেখযোগ্য।[১]
অবদান
[সম্পাদনা]তার রচিত যুগশ্রেষ্ঠ গ্রন্থটির নাম “আল মুঘনি আন-হামলিল আসফার ফিল আসফার ফি তাখরীয মা ফিল-ইহইয়া মিনাল আখবার”। এই গ্রন্থটি সম্পন্ন করতে ১৩ বৎসরের অধিক সময় লেগেছিল। প্রথম ও আসল গ্রন্থটি ১৩৫০ সালে লেখা শেষ করেন। ১৩৫৯ সালে তা আবার সংক্ষিপ্ত আকারে লিখেন। তিনি “মুকাদ্দিমা ইবনুস সালাহ”-কে ১ হাজার লাইনের একটি কাব্যগ্রন্থে রূপ দান করেন যা “আলফিয়াতু ইরাকি” নামে পরিচিত।
মৃত্যু
[সম্পাদনা]যাইনুদ্দিন আল-ইরাকি ৭৮ বৎসর বয়সে ১৪০৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]This biographical article about a person notable in connection with Islam is a stub. You can help Wikipedia by expanding it. |