য়া সিং ফা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
য়া সিং ফা

য়া সিং ফা (ইংরাজী ভাষা:Ya Sing Pha) ছিলেন তাঈ আহোমদের জন্য একজন পূজনীয় পূর্বপুরুষ যাকে জ্ঞান, ব্যাকরণ প্রণেতা , শিল্পী এবং সাহিত্যের প্রণেতা বলে ধরা হয়।[১] তিনি উচ্চ সাহিত্যের প্রণেতা ছিলেন। তাঈ সাহিত্যের বৃদ্ধি এবং বিকাশে তাঁর যথেষ্ট অবদান আছে বলে ধরা হয়।[১] তিনি ফা তু সিং ফ্রঙ হমক বিশ্বব্রহ্মাণ্ডের সূত্রপাত বলে উল্লেখ করেছিলেন এবং সেই প্রথা অনুসারে আজও ফ্রালুং ধর্মের পন্থীরা ফা তু সিং ফ্রঙ হমক বিশ্বাস করেন।[১][২]

য়া সিং ফার উপদেশ[সম্পাদনা]

যখন আহোম পূর্বপুরুষ খুনলুং এবং খুনলাই মৌঙ ফি (বর্তমান চীনৈর বাই-য়ুরা বসবাস করা স্থান) ছেড়ে মৌঙ রি (বর্তমান চিনের চিপ-চং-পান-না) নেমে এসেছিলেন তখন য়া-সিং-ফাই উপদেশ দিয়েছিলেন - তোমালোকে শাসন করিব গৈ মৌঙ ফির শাসক ফা-নুরো লেংডনক পাহরি নাযাবা তোমালোকর রাজ কারেংটো শিঙরী কাঠেরে সাজিবা এই কাঠেরেই কং লৌঙ (বরঢোল) সাজিবা আভিষেকর সময় চুম ফা রৌঙ চেং মৌঙক ডিঙিত ওলমাই লবা এইমত বলে চেং ফা বড় রাজকোঁয়র খুনলুঙকে চুম ফা রৌঙ চেং মৌঙকে লেংডন থেকে এনে দিয়েছিলেন যেটি বংশক্রমে চাওলুং চুকাফাই পান এবং এনে আসামে স্থাপন করেন।[৩][৪]

সাথে দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হাজরিকা, নগেন। অবৌরঞ্জীক (অসমীয়া ভাষায়)। পৃথিবী প্রকাশন,বেলতলা বজার,গুয়াহাটি-২৮। 
  2. চচিয়েল মুভমেন্ট ইন নর্থ-ইস্ট ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ইন্ডাস পাবলিসিং, ১৯৯৮। ১৯৯৮। পৃষ্ঠা ১৫৬-১৫৯। আইএসবিএন 978-8173870835 
  3. হাজরিকা, নগেন (১৩ জুন ২০০২)। "আহোমর ধর্ম"। বিভিন্ন ধর্মর বুরঞ্জী (অসমীয়া এবং ইংরাজী ভাষায়)। শুন খাম ঙাম প্রকাশন , মূলগাভরু পথ ,হাটীগাঁও গুয়াহাটি। 
  4. গগৈ, শ্রুতস্বীনী (২০১১)। তাঈ আহোম রিলিজিয়ন এ ফিলজফিকাল ষ্টাডি (PhD) (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ১৯। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১৯ 

উৎস প্রসঙ্গ[সম্পাদনা]

  • গগৈ, পদ্মেশ্বর (১৯৭৬), তাঈ আহোম রিলিজীয়ন এণ্ড কাষ্টম (পিডিএফ) (ইংরেজি ভাষায়), পাব্লিকেশন বোর্ড , গুয়াহাটি,আসাম 
  • গগৈ, নিতুল কুমার (২০০৬)। কন্তিনিউতি এণ্ড ছেনজেজ এমঙ দা আহোম (ইংরেজি ভাষায়)। কনচেপ্ট পাব্লিছিং কোম্পানী। আইএসবিএন 9788180692819 
  • হাজরিকা, নগেন। অবৌরঞ্জীক (অসমীয়া ভাষায়)। পৃথিবী প্রকাশন,বেলতলা বজার,গুয়াহাটি-২৮। 
  • হাজরিকা, নগেন (১৩ জুন ২০০২)। "আহোমর ধর্ম"। বিভিন্ন ধর্মর বুরঞ্জী (অসমীয়া এবং ইংরাজী ভাষায়)। শুন খাম ঙাম প্রকাশন , মূলগাভরু পথ ,হাটীগাঁও গুয়াহাটি।