যমুনা অয়েল কোম্পানী লিমিটেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(যমুনা অয়েল কোম্পানী থেকে পুনর্নির্দেশিত)
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জোসিএল)
ধরনপাবলিক
ডিএসইযমুনাঅয়েল
শিল্পপেট্রোলিয়াম
প্রতিষ্ঠাকাল১৯৬৪
সদরদপ্তরচট্টগ্রাম, বাংলাদেশ
বাণিজ্য অঞ্চল
জাতীয়
পণ্যসমূহতেল
পেট্রল
অক্টেন
ডিজেল
কেরোসিন
আয়বৃদ্ধি ৪৮৯.৪ মিলিয়ন (২০১১)
বৃদ্ধি ১৭৯.৩ মিলিয়ন (২০১১)
বৃদ্ধি ১২৮.৭ মিলিয়ন (২০১১)
কর্মীসংখ্যা
৫৯১ (২০০৫)
ওয়েবসাইটjamunaoil.gov.bd

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ( জোসিএল ) (১৯৬৪ সালে পাকিস্তান ন্যাশনাল অয়েল হিসাবে প্রতিষ্ঠিত; ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় তেল নামে নামকরণ করা হয়) ( ডিএসই : জেওসিএল re২ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জানুয়ারি ২০২০ তারিখে ) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সহায়ক সংস্থা যা জাতীয়ভাবে অক্টেন, পেট্রল, ডিজেল, কেরোসিন, ফার্নেস তেল , বিটুমিন এবং লুব্রিকেন্টস বাংলাদেশে বাজারজাত করে। ১৯৭৫ সালে যমুনা নদীর নামানুসারে এর নাম পরিবর্তন করে যমুনা অয়েল কোম্পানি (জেওসিএল) রাখা হয়। এটির সদর দফতর বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত। [১]

সদরদপ্তর

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানের প্রথম জাতীয় তেল কোম্পানি পাকিস্তান ন্যাশনাল অয়েল লিমিটেড (পিএনওএল) একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি ২.০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে কাজ শুরু করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি) আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের পিও নং ১৬) এর মাধ্যমে পাকিস্তান ন্যাশনাল অয়েল লিমিটেডের সম্পদ ও দায় ভার অধিগ্রহণ করে এবং কোম্পানিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল অয়েল লিমিটেড রাখা হয়। অবশেষে ১৯৭৩ সালের ১৩ জানুয়ারি সরকার কর্তৃক কোম্পানিটির নাম পরিবর্তন করে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) রাখা হয়। এ সময় কোম্পানিটি পেট্রোবাংলার অধীনে তেল কোম্পানির উপদেষ্টা কমিটি (ওসিএসি) নামে একটি অস্থায়ী কমিটি পরিচালনা করে, যা ২১-৪-৭৩, এম / ও-এর তারিখের বিজ্ঞপ্তি নং ২১-৪-৭৬ (এনআর) দ্বারা গঠিত প্রাকৃতিক সম্পদ।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ১৯৭৫ সালের ১২ মার্চ কোম্পানি আইন ১৯১৩ এর অধীনে যৌথ মালিকানাধীন প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে যৌথ স্টক কোম্পানি ও ফার্মের রেজিস্ট্রারের কাছে নিবন্ধিত হয়। কোম্পানী হিসাবে ১৯৭৫ সালের ১২ মার্চ কোম্পানী আইন ১৯৩১ এর অধীনে অনুমোদিত মূলধন ৳ ১০.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৳ ৫.০০ কোটি টাকা। পরবর্তীতে ১৯৭৬ সালে বিপিসি অধ্যাদেশ নং এলএক্সএক্সএক্স৮ (১৩ নভেম্বর ১৯৭৬ সালে বাংলাদেশ গেজেটে প্রকাশিত) এর ৩১(গ) ধারা অনুযায়ী কোম্পানির সম্পদ ও দায়-দায়িত্ব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে হস্তান্তর করা হয়। তারপর থেকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড বিপিসির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। ১৯৮৬ সালের ১ জানুয়ারি ইন্দো-বার্মা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের (আইবিপিসিএল) সকল সম্পদ ও দায় কোম্পানিতে হস্তান্তর করা হয়।

২০০৫-২০০৬ অর্থবছরে কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি করা হয়েছিল ২,০০০ টাকা। ১০.০০ কোটি টাকা থেকে তার লাভের বাইরে বোনাস শেয়ার জারি করে ৫.০০ কোটি টাকা। কোম্পানিটি ২০০৭ সালের ২৫ জুন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং এর অনুমোদিত মূলধন ৩০০.০০ কোটি টাকায় উন্নীত করা হয়। ২০০৭ সালের ১০ আগস্ট ৩৫.০০ কোটি টাকার বোনাস শেয়ার ইস্যু করে কোম্পানিটির পরিশোধিত মূলধনটি ৪৫.০০ কোটি টাকায় উন্নীত করা হয়। কোম্পানিটি ২০০৮ সালের ৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাথে তালিকাভুক্ত হয় প্রত্যক্ষ তালিকাভুক্তির অধীনে প্রত্যেকে সরাসরি ১.৩৫ কোটি টাকার শেয়ার অফ-লোড করা হয় এবং সেই অনুযায়ী কোম্পানির শেয়ার পুঁজিবাজারে অফ-লোড করা হয়।[২]

সংস্থা এবং কাঠামো[সম্পাদনা]

যমুনা তেল পরিচালনা পর্ষদ পরিচালনা করে, ৬ জন নির্বাহীর একটি দল, যাদের সকলেই বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত হয়।[৩]

বোর্ড কোম্পানির সকল সিদ্ধান্ত এবং শীর্ষ নীতি নির্ধারণ সংস্থার জন্য দায়বদ্ধ। মহাব্যবস্থাপক, কোম্পানির প্রধান নির্বাহী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন ছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক নিযুক্ত করা হয়।

  • চেয়ারম্যান বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) যুগ্ম সচিব।
  • জেনারেল ম্যানেজার বাংলাদেশ সরকারের চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানির শীর্ষ কর্মকর্তা ও নির্বাহী।
  • প্রথম পরিচালক বাংলাদেশ সরকারের (কর প্রশাসক ও পরিচালক জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা) সদস্য।
  • দ্বিতীয় পরিচালক হলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।
  • তৃতীয় পরিচালক বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।
  • চতুর্থ পরিচালক হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, ঢাকা, বাংলাদেশ সরকার।

সাম্প্রতিক সময়ে, বোর্ড আরো ২ জন পরিচালক যোগ করেছে যারা সবাই জাতীয় সরকার কর্তৃক মনোনীত।

অপারেশন[সম্পাদনা]

৩৩৫ ফিলিং স্টেশন, ৫৭৩ ডিস্ট্রিবিউটর পয়েন্ট এবং ১৫৩ প্যাকড পেইন্ট ডিলার। এছাড়াও, সংস্থাটি সরাসরি শিল্প ও বিদ্যুৎকেন্দ্রগুলিতে পণ্য সরবরাহ করে। তা ছাড়া, কোম্পানির ৭৩২ তরল পেট্রোলিয়াম গ্যাস বিক্রেতা এবং ৮৩ টি কীটনাশক ব্যবসায়ী রয়েছে। সিলেট এলপি গ্যাস লিমিটেড, চট্টগ্রাম এবং কৈলাশটিলা প্রকল্পের কাছ থেকে এলপিজির সরবরাহ পায় সংস্থাটি। কোম্পানির বর্তমান কর্মচারী সংখ্যা ৫৯১ জন যার মধ্যে ১৭৬ জন কর্মকর্তা, ১২৩ জন কর্মী এবং ২৯২ জন কর্মী রয়েছে। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Energy Sector Description"। ২০১১-০৭-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-০৬ 
  2. "Organization History"। ২০১১-০৩-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-০৬ 
  3. "Management"। ২০১১-০৩-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-০৬ 
  4. "Operational Details"। ২০১১-০৭-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-০৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]