ম্লেচ্ছ রাজবংশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামরূপ রাজ্য

শালস্তম্ভ বংশ
৬৫০ খ্রিষ্টাব্দ–৯০০ খ্রিষ্টাব্দ
রাজধানীহারুপেশ্বর (বর্তমান তেজপুরের নিকটবর্তী)
ধর্ম
হিন্দু ধর্ম
সরকাররাজতন্ত্র
মহারাজাধিরাজা 
• ৬৫০ – ৬৭০ খ্রিষ্টাব্দ
শালস্তম্ভ
• ৮১৫ – ৮৩২ খ্রিষ্টাব্দ
হজ্জরবর্মা
• ৮৯০ - ৯০০ খ্রিষ্টাব্দ
ত্যাগসিংহ
ঐতিহাসিক যুগধ্রুপদী ভারত
• প্রতিষ্ঠা
৬৫০ খ্রিষ্টাব্দ
• বিলুপ্ত
৯০০ খ্রিষ্টাব্দ
পূর্বসূরী
উত্তরসূরী
[[বর্মন রাজবংশ]]
[[পাল রাজবংশ]]

শালস্তম্ভ বংশ (ইংরেজি: Mlechchha dynasty) সপ্তম শতকের মধ্যভাগে শালস্তম্ভ নামক রাজা প্রতিষ্ঠা করেন।<ref name="সোণর অসম">{{বই উদ্ধৃতি | শিরোনাম=সোণর অসম | প্রকাশক=খগেন্দ্রনারায়ণ দত্তবরুৱা, লয়ার্ছ বুক স্টল | লেখক=ভূপেন্দ্র নাথ চৌধুরী | লেখক-সংযোগ= শালস্তম্ভী বংশী রজাসকল।> তিনি তার রাজ্যের রাজধানী প্রাগজ্যোতিষপুর থেকে স্থানান্তর করে তেজপুরের নিকটবর্তী হারেপেশ্বর নামক স্থানে স্থাপন করেন।[১] এই বংশের রাজার ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। মুসলমানদের ম্মেচ্ছ বলা হয়েছে।।কিন্তু এই বংশের রাজারা নিজেদের ভগদত্ত বংশের বলে পরিচয় দিতেন । এই বংশের পতনের পর পালবংশকামরূপ রাজ্যে রাজত্ব করেন। আনন্দমঠ অনুযায়ী ও বিভিন্ন সাহিত‍্য অনুযায়ী ম্মেচ্ছ অস্পৃশ‍্য অভিশপ্ত পাপীদের বলে যেই মুসলমানদের হিন্দুরা বলে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; সোণর অসম নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি