ম্যাথু রায়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যাথু রায়ান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ম্যাথু ডেভিড রায়ান[১]
জন্ম (1992-04-08) ৮ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২)[২]
জন্ম স্থান প্লাম্পটন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)[৩]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০২–২০০৮ মারকোনি স্টালিয়ন্স
২০০৮–২০০৯ ব্ল্যাকটাউন সিটি
২০০৯–২০১০ সেন্ট্রাল কোস্ট মারিনার্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১০ ব্ল্যাকটাউন সিটি ১১ (০)
২০১০–২০১৩ সেন্ট্রাল কোস্ট মারিনার্স ৮০ (০)
২০১৩–২০১৫ ক্লাব ব্রুহে ৭৭ (০)
২০১৫–২০১৭ ভালেনসিয়া ১০ (০)
২০১৭খেঙ্ক (ধার) ১৭ (০)
২০১৭– ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ১০০ (০)
জাতীয় দল
২০১১–২০১২ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ (০)
২০১২– অস্ট্রেলিয়া ৫৯ (০)
অর্জন ও সম্মাননা
 অস্ট্রেলিয়া
প্রথম স্থান এএফসি এশিয়ান কাপ ২০১৫
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১ মার্চ ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪ নভেম্বর ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

ম্যাথু ডেভিড রায়ান (জন্ম: ৮ এপ্রিল ১৯৯২) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

রায়ান সিডনিতে জন্মগ্রহণ করেছেন। তিনি মারকোনি স্টালিয়ন্স, ব্ল্যাকটাউন সিটি এবং সেন্ট্রাল কোস্ট মারিনার্সের যুব পর্যায়ের হয়ে খেলেছেন। তিনি ২০১০ সালে সেন্ট্রাল কোস্ট মারিনার্সের জ্যেষ্ঠ দলে যোগদানের পূর্বে ব্ল্যাকটাউন সিটির জ্যেষ্ঠ দলের হয়ে অভিষেক করেছেন। ২০১৩ সালে, রায়ান ক্লাব ব্রুহে-এ যোগদান করেন, যেখানে তিনি মৌসুম খেলার পর, লা লিগার ক্লাব ভালেনসিয়ায় যোগদান করেন। তিনি ২০১৭ সালে, প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নে যোগদান করেন, যেখানে তিনি এপর্যন্ত ৩০-এর অধিক ম্যাচ খেলেছেন।

রায়ান ২০১২ সালে, অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তখন থেকেই তিনি অস্ট্রেলিয়ার গোলরক্ষক হিসেবে ১ নম্বর বিকল্পে পরিণত হন। তিনি তার শৈশবের প্রতিমূর্তি মার্ক শোয়ারজারকে প্রতিস্থাপন করে উক্ত স্থান দখল করেন।[৪] তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৫ এএফসি এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে অস্ট্রেলিয়া প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০১৫ এএফসি এশিয়ান কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জয়লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "FIFA Confederations Cup Russia 2017: List of players: Australia" (পিডিএফ)। FIFA। ২ জুলাই ২০১৭। পৃষ্ঠা 1। ২৪ জুলাই ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭ 
  3. "Mathew Ryan"Socceroos। Football Federation Australia। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  4. Dorrington, Nick (৩১ জানুয়ারি ২০১৫)। "Liverpool target Mathew Ryan ready to progress to the next level"। ESPN FC। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন এফসি দল