ম্যাথু ব্রডরিক
ম্যাথিউ ব্রোডরিক | |
---|---|
![]() ২০০৯ সালে ম্যাথিউ ব্রোডরিক | |
জন্ম | ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র | ২১ মার্চ ১৯৬২
পেশা | অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা |
কর্মজীবন | ১৯৮১–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সারাহ জেসিকা পার্কার (বি. ১৯৯৭) |
সন্তান | ৩ |
ম্যাথু ব্রডরিক (ইংরেজিতে: Matthew Broderick; জন্ম ১৯৬২) একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। তিনি হাস্যরস চলচ্চিত্র ফেরিস বুয়েলারস ডে অফ-এ মূল চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। দ্য লায়ন কিং চলচ্চিত্রে তিনি কন্ঠস্বর দিয়েছিলেন। এছাড়া দ্য প্রডিউসারস চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমেও তিনি সুখ্যাতি অর্জন করেন।
ম্যাথু ব্রডরিক দুইবার টনি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। প্রথমটি ১৯৮৩ সালে তার ব্রাইটন বীচ মেমোয়েরস চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং দ্বিতীয়টি ১৯৯৫ সালের হাউ টু সাক্সিড ইন বিজনেস উইথআউট রিয়ালি ট্রাইং-এ গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য।[১] এছাড়া দ্য প্রডিউসারস চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি টনি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর পুরস্কারের জন্যও মনোনীত হন। ২০১৫ সাল নাগাদ ব্রোডরিক টনি অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচারড অ্যাক্টর ইন এ প্লে পুরস্কারপ্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Matthew Broderick Biography"। Broadway.com। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৪।
বহিঃসংযোগ[সম্পাদনা]
