ম্যাকলরেন ৬৫০এস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যাকলরেন ৬৫০এস
ম্যাকলরেন ৬৫০এস স্পাইডার
নির্মাতাম্যাকলরেন অটোমোটিভ
নির্মাণকাল২০১৪–বর্তমান
সংযোজনস্থলওয়াকিং, সার‍্যে, ইংল্যান্ড
পূর্বসুরীম্যাকলরেন ১২সি
শ্রেণীস্পোর্টস কার
বডির শৈলী২-দরজা ক্যুপে
২-দরজা রোডস্টার
বিন্যাসআরএমআর লেআউট
ইঞ্জিন৩.৮ লি টুইন-টার্বো এম৮৩৮টি ভিবি
ট্রান্সমিশন৭-স্পীড ডুয়াল-ক্লাচ
অক্ষধুরার ব্যবধান (হুইলবেইস)১০৫.১ ইঞ্চি (২,৬৭০ মিমি)
দৈর্ঘ্য১৭৭.৬ ইঞ্চি (৪,৫১১ মিমি)
প্রস্থ৭৪.৬ ইঞ্চি (১,৮৯৫ মিমি)
উচ্চতা৪৭.২ ইঞ্চি (১,১৯৯ মিমি)
 ওজন৩,১৪৮ পা (১,৪২৮ কেজি) (coupe) [১]
৩,২৩৯ পা (১,৪৬৯ কেজি) (স্পাইডার) [২]
সম্পর্কিতম্যাকলরেন ১২সি
ম্যাকলরেন পি১
নকশাকারীফ্রাঙ্ক স্টিফেনসন

ম্যাকলরেন ৬৫০এস হল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকলরেন কর্তৃক নির্মিত একটি প্রতিযোগিতার গাড়ি। নতুন মডেল হিসাবে ফেব্রুয়ারি ২০১৪ সালে বাজারে অবমুক্ত করার ঘোষণা করা হয়। পূর্বের মডেল এমপি ফোর-১২সি এর অনুকরণে ও ২৫% নতুন অংশের সংযোজনে আনুষ্ঠানিকভাবে ২০১৪ জেনেভা মোটর শোয়ে উন্মোচন করা হয় গাড়িটি। [৩]

৬৫০এস মডেলটির কার্বন-ফাইবার পলিমার চ্যাসিস পূর্বের এমপি ফোর-১২সি এর মত । এবং দুটির ইঞ্জিন একই কিন্তু নতুন সংস্করণে কিছু পরিবর্তন আনা হয়েছে। দৈত্ব ক্লাচের মাধ্যমে ইঞ্জিনে উৎপন্ন শক্তি সাত গিয়ারবিশিষ্ট চালিকা ব্যবহার করে তৎক্ষণাৎ চাকায় স্থানান্তরিত হয়।[৪][৫]

৬৫০এস মডেলের গারিটি ঘণ্টায় ৩৩৩ কিমি বেগে ছুটতে পারে । এটি ৩.০ সেকেন্ডে প্রতি ঘণ্টায় ১০০ কিমি এবং ৮.৪ সেকেন্ডে প্রতি ঘণ্টায় ২০০ কিমি বেগে ছুটতে পারে।

রূপভেদ[সম্পাদনা]

প্রথম ঘোষণা করা হয় ২০১৩ সালে মার্চে, ৬৫০এস স্পাইডার হচ্ছে ৬৫০এস এর আধুনিক সংস্করণ । ইহার ওজন ৪০ কিলোগ্রাম কুপ এর চেয়ে বেশি । কিন্তু এটিতে প্রায় অভিন্ন কর্মক্ষমতা উপলব্ধ করা যায় । এটা ০ থেকে ৩ সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ৬০ মাইল বেগে ছুটতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০৪ মাইল । ম্যাকলরেন ১২সি স্পাইডার এর তুলনায় ইহাতে ২৫% নতুন যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে ।

৬৫০এস স্পাইডার (২০১৪)[সম্পাদনা]

ম্যাকলরেন ৬৫০এস স্পাইডার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mclaren 650S" 
  2. "Motortrend 2015 650S Spyder First Test" 
  3. "McLaren reveals new 650S supercar"USA Today। ২০১৪-০২-১৭। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৯ 
  4. "2015 McLaren 650S Performance and Styling"। 2015CarReviews.com। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪ 
  5. "McLaren 650S specs page on manufacturer's website"। ২৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬