আবিষ্কৃত মৌলগুলিকে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যেমন পর্যায় সারনীতে সাজানো হয়েছে, তেমনি মৌলিক কণিকাসমূহকে এদের বৈশিষ্ট্যের ভিত্তিতে ৩টি গোত্রে ভাগ করা হয়েছে। এগুলি নিচে বর্ণনা করা হলো: (প্রোটনের ভরকে একক ধরে)
প্রতি গোত্রের অনুরূপ কণিকাগুলোর (যেমন তিনটি গোত্রেরই ১ম কণিকাগুলি) বৈশিষ্ট্যে যথেষ্ট সাযুজ্য আছে, পার্থক্য কেবল ভরে, ১ম থেকে ৩য় গোত্রের দিকে এদের ভর বাড়তে থাকে।
প্রতিটি গোত্রের প্রথম কণিকার সাথে সংশ্লিষ্ট একটি করে নিউট্রিনো রয়েছে।