মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসা
ধরনদাখিল মাদ্রাসা
অবস্থান,
শিক্ষাঙ্গনজোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম

মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসা বাংলাদেশের একটি আলিয়া মাদ্রাসা।[১] বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসাটির অধ্যক্ষের নাম মাওলানা শহীদুল ইসলাম।[২] এ মাদ্রাসায় দাখিল পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়।[৩]

ইতিহাস[সম্পাদনা]

মাদ্রাসাটি ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়, মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন সফিউল্লাহ, তিনি মাদ্রাসাটি তার পিতা মৌলভী নজির আহমেদ এর নামে নামকরণ করেন। এই মাদ্রাসার পাশেই এক দৃষ্টি নন্দিত মসজিদ নির্মাণ করেন সফিউল্লাহ, তিনি মূলত ভারতের তাজমহলের অনুকরণে একটি মসজিদ নির্মানের প্রচেষ্টা করেছেন। বর্তমানে মসজিদটি চট্টগ্রামের তাজমহল মসজিদ নামে খ্যাত হয়েছে। মসজিদটি নজির আহমদ মাদ্রাসার মসজিদ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Azadi, Dainik (২০২০-০৬-০১)। "দাখিলে কমেছে পরীক্ষার্থী বেড়েছে পাসের হার"দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১ 
  2. admin। "ঐতিহ্যবাহী মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান | Mirsaraitimes.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১ 
  3. "চট্টগ্রাম জেলার বৃত্তির তালিকা" (পিডিএফ)বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ১১ অগাস্ট ২০২১ 
  4. alluser। "দৃষ্টিনন্দন বাংলার তাজমহল মসজিদ | bmnews24"বি এম নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]