মৌচাক মার্কেট
![]() | |
অবস্থান | মালিবাগ, ঢাকা, বাংলাদেশ |
---|---|
দোকান ও সেবার সংখ্যা | ৪৫০টি[১] |
তলার সংখ্যা | ৫ |
মৌচাক মার্কেট ঢাকা শহরের প্রাচীনতম এবং বিখ্যাত শপিং মলগুলোর মধ্যে একটি। সম্ভবত এটি চল্লিশের দশকে স্থাপিত হয়েছিল।
অবস্থান
[সম্পাদনা]মৌচাক মার্কেট আসলে ঢাকার মালিবাগে অবস্থিত। কিন্তু, জনসাধারণের এটি সিদ্ধেশ্বরী এবং মালিবাগের মাঝে অবস্থিত বলে মনে করা যেতে পারে। যাই হোক, ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম স্থানগুলির মধ্যে একটি হল মৌচাক মার্কেট।
বিবরণ
[সম্পাদনা]মৌচাক মার্কেটের ভবনটি হল পাঁচতলা বিশিষ্ট। এক তলায় বিভিন্ন ফাস্ট ফুডের দোকান অবস্থিত। দ্বিতীয় তলায় অবস্থিত জুয়েলারির দোকান। তৃতীয় তলায় প্লাস্টিক ও অন্যান্য দ্রব্যাদি বিক্রি হয়। চতুর্থ তলায় শাড়ি, থ্রি পিসসহ অন্যান্য রকমের কাপড় বিক্রি হয়। পঞ্চম তলায় একটি মসজিদ এবং একটি চীনা রেস্টুরেন্ট অবস্থিত। প্রতিদিন আনুমানিক তিন থেকে চার হাজার লোকের আগমন ঘটে মৌচাক মার্কেটে। ঈদ উপলক্ষে জনগণের আগমন বেড়ে যায় এখানে।
ছুটির দিন
[সম্পাদনা]মৌচাক শপিং মল বৃহস্পতিবারে পূর্ণদিবস ও শুক্রবারে অর্ধদিবস বন্ধ থাকে।[২] এটি ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে চার দিন করে বন্ধ থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মৌচাক মার্কেট বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৯।
- ↑ "রাজধানীর কোন মার্কেট কবে বন্ধ"। পরিবর্তন.কম। ১৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৯।