মোহাম্মদ লুৎফুর রহমান
মোহাম্মদ লুৎফুর রহমান | |
---|---|
উপাচার্য | |
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৭ অক্টোবর ২০২৪ | |
পূর্বসূরী | এ এস এম লুৎফুল আহসান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ঈশ্বরগঞ্জ উপজেলা, ময়মনসিংহ জেলা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, জাপান |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
মোহাম্মদ লুৎফুর রহমান একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য।[১]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]লুৎফুর রহমানের জন্ম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন এবং ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এনাটমিতে মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি সম্পন্ন করেন। ২০০৭ সালে তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে স্নায়ুবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[২][৩]
কর্মজীবন
[সম্পাদনা]মোহাম্মদ লুৎফুর রহমান ২০০১ সালে তৎকালীন চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজের (২০০৬ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে উন্নীত) এনাটমি ও হিস্টোলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। অধ্যাপনার পাশাপাশি তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন এবং এনাটামি ও হিস্টোলজি বিভাগের প্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।[২] ২০২৪ সালের ১৭ অক্টোবর তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ"। কালবেলা। ১৭ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৪।
- ↑ ক খ "ড. মোহাম্মদ লুৎফুর রহমানের জীবনবৃত্তান্ত"। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৪।
- ↑ "সিভাসুর ভিসি ড. লুৎফুর রহমান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৭ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৪।
- ↑ "সিভাসুর নতুন ভিসি অধ্যাপক ড. লুৎফুর রহমান"। সারাবাংলা.নেট। ১৭ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২৪।
- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- জীবিত ব্যক্তি
- ময়মনসিংহ জেলার ব্যক্তি
- নটর ডেম কলেজ, ঢাকার প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- বাংলাদেশী ভেটেরিনারিয়ান