মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী | |
|---|---|
| ২৭তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) | |
| কাজের মেয়াদ ৩১ জানুয়ারি, ২০১৮ – ১৫ এপ্রিল ২০২০ | |
| পূর্বসূরী | এ কে এম শহীদুল হক |
| উত্তরসূরী | বেনজীর আহমেদ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | চাঁদপুর জেলা |
| নাগরিকত্ব | |
| জাতীয়তা | বাংলাদেশী |
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশের একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ২৭তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। [১][২][৩] [৪] ২০২০ সালের এপ্রিল মাসে পুলিশ থেকে অবসর গ্রহণের পর তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার[৫]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) চাঁদপুর জেলার সদর উপজেলার মান্দারী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ৬ষ্ঠ বিসিএস-এ (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে জাবেদ পাটোয়ারি উচ্চ মাধ্যমিক শ্রেণিতে গিয়ে ভর্তি হন চাঁদপুর সরকারি কলেজে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্মাতক সম্মান এবং প্রথম শ্রেণীতে স্মাতকোত্তর ডিগ্রী লাভ করেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল কমব্যাটিং টেরোরিজম ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস । এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিচেস্টার থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে ক্রিমিনাল জাস্টিস এডুকেশন বিষয়ে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের পুলিশ স্টাফ কলেজ থেকে এবং যুক্তরাষ্ট্রের এফবিআই ন্যাশনাল একাডেমি, ভার্জিনিয়া থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইউএস-সাউথ এশিয়া লিডার অ্যাংগেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। [৬]
কর্মজীবন
[সম্পাদনা]বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগদান করেন ড. জাবেদ পাটোয়ারী। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ করেছেন। ২০১৩ সালের জুলাই মাসে জাবেদ পাটোয়ারীকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়। তিনি এডিশনাল আইজি (গ্রেড-১) স্পেশাল ব্রাঞ্চ, এডিশনাল আইজি সিআইডি, এডিশনাল আইজি পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ কমিশনার রাজশাহী, পুলিশ কমিশনার খুলনা, ডিআইজি সিআইডি, কমান্ড্যান্ট-পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী, কমান্ড্যান্ট-পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর, পরিচালক-পুলিশ স্টাফ কলেজ, এসএস নগর বিশেষ শাখা ঢাকা, এডিসি ডিএমপি, স্টাফ অফিসার টু আইজিপি, এডিশনাল এসপি সিলেট, মহামান্য রাষ্ট্রপতির পুলিশ লিঁয়াজো অফিসার এবং এএসপি নেত্রকোণা হিসেবে দায়িত্ব পালন করেন। [৭][৮][৮] আন্তর্জাতিক কর্মক্ষেত্রে জাবেদ পাটোয়ারী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সুদানে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কসোভোতে মিসিং পার্সন ইউনিটের প্রশাসন বিভাগের প্রধান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সিয়েরালিওনে ইউএন প্রটেকশন ফোর্সের অপারেশন প্রধান এবং ক্রোয়েশিয়াতে স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহী, পুলিশ স্টাফ কলেজ ঢাকা, ডিটেকটিভ ট্রেনিং স্কুল ঢাকা, স্কুল অব ইন্টেলিজেন্স স্পেশাল ব্রাঞ্চ ঢাকা, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়-এর একজন রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ‘ভিক্টিমোলোজি এন্ড রেষ্টোরেটিভ জাস্টিস’ বিষয়ে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের ‘ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ’ এর একজন ভিজিটিং ফ্যাকাল্টি।
সম্মাননা
[সম্পাদনা]জঙ্গীবাদ দমনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ২০১০ ও ২০১১ সালে দুইবার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পুলিশ পদক, বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-এ ভূষিত হন। এছাড়া তিনি দু’বার আইজিপি’স এক্সাপ্লেরি গুড সার্ভিস ব্যাজ লাভ করেন।
সমালোচনা
[সম্পাদনা]২০২৫ সালের ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে বলেন, ২০১৮ সালের নির্বাচনে জাবেদ পাটোয়ারী তৎকালীন আইজিপি থাকাকালীন অবস্থায় শেখ হাসিনাকে রাতের মধ্যে ৫০ শতাংশ ব্যালট বাক্স ভরে রাখতে বুদ্ধি দিয়েছিলেন।[৯]
২০২৫ সালের ১৬ই আগস্ট পুলিশের বিশেষ শাখা এসবির একাধিক নথিতে তথ্য পাওয়া যায় যে, স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসাবে কর্মরত থাকা অবস্থায় জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে অসমাপ্ত আত্মজীবনী বইটি লেখেন। এর ফলে ২০১৮ সালে জাবেদ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান। বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করে তারা রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ এক কোটি করে টাকা পান। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এর সরাসরি তত্ত্ববাধান করেন।[১০][১১] এর পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট ২০২৫ দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘটনাটি তদন্তের সিদ্ধান্ত নেয়।[১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "|নতুন মহাপুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম বার | জননিরাপত্তা বিভাগ-স্বরাষ্ট্র মন্ত্রণালয়" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী | banglatribune.com"। বাংলা ট্রিবিউন। ২৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "পুলিশের নেতৃত্বে জাবেদ পাটোয়ারী"। বাংলানিউজ২৪ ডটকম। ২৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১।
- ↑ "জাবেদ পাটোয়ারী আইজিপি হওয়ায় আনন্দে ভাসছে চাঁদপুর"। বাংলা ট্রিবিউন / banglatribune.com। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাবেদ পাটোয়ারী হচ্ছেন পরবর্তী আইজিপি"। Jugantor। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮।
- 1 2 "নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী"। বাংলানিউজ ২৪ ডট কম। ইস্ট-ওয়েস্ট মিডিয়া। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী"। www.kalerkantho.com। জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- ↑ রানা, মাসউদুর রহমান (১৬ আগস্ট ২০২৫)। "'অসমাপ্ত আত্মজীবনী' সংকলন করে আইজিপির পদ পান জাবেদ পাটোয়ারী"। Channel 24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- ↑ "ফ্ল্যাট ও কোটি টাকা করে নেন জাবেদসহ ১২৩ জন"। Jugantor। ১৮ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।
- ↑ "শেখ মুজিবের 'অসমাপ্ত আত্মজীবনী' লিখে টাকা-ফ্ল্যাট দেয়ার ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের"। Channel 24 (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫।