মোহাম্মদ আমানউল্লাহ (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাক্তার
মোহাম্মদ আমানউল্লাহ
ময়মনসিংহ-১১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ৩০ ডিসেম্বর ২০১৮
পূর্বসূরীআমান উল্লাহ চৌধুরী
উত্তরসূরীকাজিম উদ্দিন আহম্মেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৬ মার্চ ১৯৩৯
মাহমুদপুর গ্রাম, ভালুকা, ময়মনসিংহ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১১ মার্চ ২০২১(2021-03-11) (বয়স ৭৯)
ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানএক ছেলে ও এক মেয়ে

মোহাম্মদ আমানউল্লাহ (১৬ মার্চ ১৯৩৯–১১ মার্চ ২০২১) বাংলাদেশী রাজনীতিবিদ ও চিকিৎসক যিনি ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী ছিলেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আমানউল্লাহ ১৬ মার্চ ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি এমবিবিএস পাশ করেন এবং ডাক্তিারি পেশায় নিজেকে নিয়োজিত করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

আমানউল্লাহ ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ময়মনসিংহ-১১ আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[২] নবম জাতীয় সংসদের মেয়াদে তিনি পিটিশন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য্ ছিলেন।[৩] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি।[৪]

মৃত্যু[সম্পাদনা]

মোহাম্মদ আমানউল্লাহ ১১ মার্চ ২০২১ সালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাবেক এমপি ডা. আমান উল্লাহর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক"ঢাকা পোস্ট। ১২ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২১ 
  2. "আমান উল্লাহ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৪ 
  3. "৯ম জাতীয় সংসদ কমিটি সদস্যদের নাম"www.parliament.gov.bd। ২০১৯-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৪ 
  4. "বাদ পড়লেন যেসব এমপি"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৪