মোহসেন মাখ্মলবফ
অবয়ব
মোহসেন মাখ্মলবফ (ফার্সি: محسن مخملباف) (জন্ম: ২৯শে মে, ১৯৫৭) প্রভাবশালী ও বিতর্কিত ইরানি চলচ্চিত্র পরিচালক, সম্পাদক, লেখক ও প্রযোজক। তিনি বর্তমানে এশিয়ান ফিল্ম একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত ১০ বছরে তার ছবিগুলো বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বহু বার প্রদর্শিত হয়েছে। ২০০২ সালের মধ্যে তিনি ২৬টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন। ইরানীয় চলচ্চিত্রের নবকল্লোল আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। তার ২০০১-এর চলচ্চিত্র কান্দাহারকে টাইম ম্যাগাজিন সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় স্থান দিয়েছে।
তিনি মাখ্মলবফ ফিল্ম হাউজ প্রতিষ্ঠা করেছেন যেখানে চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের মাধ্যমেই তার দুই মেয়ে সামিরা মাখ্মলবফ ও হানা মাখ্মলবফ চলচ্চিত্র জগতে ইতোমধ্যে বেশ প্রতিষ্ঠা লাভ করেছে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Makhmalbaf Film House (Official Website of family Makhmalbaf: Mohsen - Marziyeh - Samira - Maysam - Hana)
- Mohsen Makhmalbaf - ইন্টারনেট মুভি ডাটাবেজ
- Firouzan Films Iranian Movie Hall of Fame Inductee Mohsen Makhmalbaf ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ জুন ২০১০ তারিখে
- Screenplays by Mohsen Makhmalbaf
- Screenplays by Mohsen Makhmalbaf II
- Worlds Transformed: Iranian Cinema and Social Vision[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]