মোহনা আনসারি
মোহনা আনসারি | |
---|---|
![]() | |
নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় অক্টোবর, ২০১৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নেপালগঞ্জ, বাঁকে, নেপাল |
জাতীয়তা | নেপালি |
প্রাক্তন শিক্ষার্থী | ত্রিভুবন বিশ্ববিদ্যালয় |
পেশা | আইনজীবী |
জীবিকা | অধিকারকর্মী |
মোহনা আনসারি ( নেপালি: मोहना अन्सारी) হলেন একজন মানবাধিকারকর্মী যিনি নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য। ২০১৪ সালের অক্টোবরে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি একজন সুপরিচিত অধিকারকর্মী ও নেপালের মুসলিম সম্প্রদায়ের একমাত্র নারী আইনজীবী।[১] তিনি ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে নেপালের রাষ্ট্রীয় মহিলা আয়োগে (এনডাব্লিউসি) কমিশনার হিসাবে কাজ করেছিলেন। তারপরে তিনি আইডিইএ ইন্টারন্যাশনালের বরিষ্ঠ উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন। [২]
পুরস্কার এবং সম্মাননা[সম্পাদনা]
মোহনা আনসারি তাঁর কাজের জন্য বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। নিম্নে তার মধ্যে কয়েকটি উল্লেখ করা হল-
- ২০১২ সালে নেপালের রাষ্ট্রপতির কাছ থেকে জনগণের সেবার জন্য সুপ্রবাল জনসেবা শ্রী পুরস্কার[৩]
- ২০১২ সালে নব দেবী পুরস্কার, এটি নেপালের বাস্তব জীবনের নারী নায়িকাদের জন্য প্রদত্ত একটি স্বীকৃতি ও সম্মাননা। [১]
- ২০০৮ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য এশিয়া ফাউন্ডেশন আয়োজিত একটি কার্যক্রমে "নেতৃত্বের প্রতিকৃতি" (পোট্রেইটস্স অব লিডারশিপ) হিসাবে উপস্থাপিত ১০ জন এশীয় নারীর একজন হিসেবে তাকে মনোনীত করা হয়েছিল। [২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ Khalid, Saif। "Meet Mohna Ansari: Nepal's first female Muslim lawyer"। www.aljazeera.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২০।
- ↑ ক খ "Members & Secretary::NHRC NEPAL"। www.nhrcnepal.org। ২০১৮-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২০।
- ↑ "Meet Mohna Ansari, Nepal's first female Muslim lawyer"। The Siasat Daily (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২০।