মোশাররফ হোসেন (মুক্তিযোদ্ধা)
অবয়ব
মোশাররফ হোসেন ১৯৩৫ সালে ঢাকায় জন্মগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭৩ সালে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন। মুজিবনগর সরকারের স্বাস্থ্য পরিচালক ছিলেন ও মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। মিরপুরকে পাকিস্তানি কাছ থেকে মুক্ত করতে ভূমিকা রাখেন। ১৯৭০ সালে নির্বাচনে গোলাম আজমকে হারিয়ে মিরপুরের এমপি হন। মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুরের প্রথম সাংসদ তিনি। তার নামে মিরপুরের ‘ড. মোশাররফ হোসেন রোড’ নামকরণ হয়েছে। ২০১৩ সালে তার অবদানের স্বাধীনতা পুরস্কার পান।[১] ২০১৪ সালের ২৭ জুলাই অ্যাপোলো হাসপাতালে মারা যান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"। মন্ত্রিপরিষদ বিভাগ। ১৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৫।