মোশাররফ হোসেন আখুঞ্জী
মোশাররফ হোসেন আখুঞ্জী | |
---|---|
![]() | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | ব্যবসায়ী |
উল্লেখযোগ্য কর্ম | ভাষা আন্দোলন |
মোশাররফ হোসেন আখুঞ্জী বাংলাদেশের একজন প্রবীন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন কর্মী।।[১] তিনি ৫২র ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।[২] রাজশাহী থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে কয়জন নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তাঁদের একজন।[৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মোশাররফ হোসেন আখুঞ্জী এর জন্ম ১৯৩৬ সালে। তিনি রাজশাহীর লোকনাথ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং নীলফামারী ডিগ্রি কলেজ পরবর্তি শিক্ষা সম্পন্ন করেন। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে। কিনি রাজশাহী শিক্ষা বোর্ডে কিছুদিন চাকরি করেন।
রাজনীতি
[সম্পাদনা]আখুঞ্জী' ছোট থেকেই রাজনীতি সচেতন। দশম শ্রেণিতে পড়ার সময়েই বাংলা ভাষা কে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে ভাষা আন্দোলনে যোগ দেন। তিনি রাজশাহীর স্থানীয় রাজনীতিবিদ ড. এসএম বাপ্পা, গোলাম আরিফ টিপু, আতাউর রহমান প্রমুখ এর সংস্পর্শে থেকে ছাত্ররাজনীতি এবং ভাষাসংগ্রাম কমিটিতে যুক্ত হন।[৪]
শিক্ষাজীবনে ন্যাপের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আখুঞ্জী বিভিন্ন স্থানীয় নাগরিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন।[৩]
ভাষা আন্দোলনে অংশগ্রহন
[সম্পাদনা]১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় স্কুলছাত্র থাকা অবস্থায় ১৬ বছরের কিশোর অবস্থায় ভাষা সংগ্রামে যুক্ত হন।[৫] রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস, হোস্টেলে রাষ্ট্রভাষা বাংলার প্রয়োজনীয়তা প্রচারে অংশ নেন এবং ছাত্রদের উদ্বুদ্ধ করতে থাকেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ছাত্রাবাসে প্রথম শহীদ মিনারের স্বীকৃতি চায় রাজশা..."। somoynews.tv। ২২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২২, ২০২৩।
- ↑ "'রাজশাহী কলেজ শহীদ মিনারই ভাষা শহীদদের প্রথম শ্রদ্ধার প্রতীক'"। dhakamail.com। ২২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২২, ২০২৩।
- ↑ ক খ "মোশাররফ হোসেন আখুঞ্জী"। kalerkantho.com। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২২, ২০২৩।
- ↑ "দেশ এগিয়েছে কিন্তু মাতৃভাষার গ্রগতি হয়নি: মোশাররফ হোসেন আখুঞ্জী"। jugantor.com। ৬ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২২, ২০২৩।
- ↑ "যা চেয়েছিলাম, তা পাইনি: ভাষাসৈনিক আখুঞ্জী"। জাগো নিউজ। ২১ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২২, ২০২৩।
- ↑ "অরা বুঝিছিল অ্যারে মুখের কথা ক্যাড়ি না লিলে দ্যাবা রাখা যাবে না"। dhakapost.com। ২১ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২২, ২০২৩।