মোবাইলে আসক্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তরুণরা একটি অনুষ্ঠানে তাদের মোবাইল ফোন ব্যবহার করছে

মোবাইল আসক্তিকে কিছু গবেষক সেল ফোনের উপর মনস্তাত্ত্বিক বা আচরণগত নির্ভরতার একটি রূপ হিসেবে প্রস্তাব করেছেন। অন্যান্য গবেষকরা বলেছেন যে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আচরণগত আসক্তি সম্পর্কিত। এই ধারণা থেকেই মূলত মোবাইল আসক্তি শব্দটির উদ্ভব হয়েছে ।[১] মোবাইল আসক্তির মধ্যে উল্লেখযোগ্য সমস্যাগুলো হলো: মোবাইল যোগাযোগে ব্যস্ততা, মোবাইল ফোনে অত্যধিক অর্থ বা সময় ব্যয় করা এবং অটোমোবাইল চালানোর মতো সামাজিক বা শারীরিকভাবে অনুপযুক্ত পরিস্থিতিতে মোবাইল ফোনের ব্যবহার। অত্যধিক মোবাইল ব্যবহার , মানসিক বা শারীরিক স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এবং মোবাইল ফোন বা পর্যাপ্ত সংকেত থেকে আলাদা হলে উদ্বেগ সৃষ্টি করে। নবাগত শিশু এবং অল্প বয়স্কদের মোবাইল আসক্তির জন্য সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে।[২]

২০০০ এর দশকের শেষের দিক থেকে স্মার্টফোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালের পরিচালনায়, বিশ্বব্যাপী মোট জনসংখ্যার শতকরা ৪১.৫ ভাগ মোবাইল ব্যবহার করে । ব্যাপক প্রযুক্তিগত অগ্রগতির কারণে, স্মার্টফোনের অত্যধিক ব্যবহার চীনের মতো এশিয়ান দেশগুলিতে একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।২০১৮ সাল পর্যন্ত বিশ্বে মোট নিবন্ধিত মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৭০০ লক্ষ। ডিজিটাল মিডিয়ার অত্যধিক ব্যবহার চোখের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।বিশেষ করে এই সমস্যা অল্প বয়স্কদের হওয়ার সম্ভাবনা বেশি। এটি অনুমান করা হয়েছে যে ,ডিজিটাল মিডিয়ার অত্যধিক ব্যবহার করার ফলস্বরূপ ২০৫০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যার শতকরা ৪৯.৮ ভাগ (৪.৮ বিলিয়ন) মায়োপিয়াতে আক্রান্ত হবে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Panova, Tayana; Carbonell, Xavier (জুন ২০১৮)। "Is smartphone addiction really an addiction?"Journal of Behavioral Addictions7 (2): 252–259। আইএসএসএন 2062-5871ডিওআই:10.1556/2006.7.2018.49পিএমআইডি 29895183পিএমসি 6174603অবাধে প্রবেশযোগ্য 
  2. Csibi, Sándor; Griffiths, Mark D.; Demetrovics, Zsolt; Szabo, Attila (২০২১-০৬-০১)। "Analysis of Problematic Smartphone Use Across Different Age Groups within the 'Components Model of Addiction'"International Journal of Mental Health and Addiction (ইংরেজি ভাষায়)। 19 (3): 616–631। আইএসএসএন 1557-1882এসটুসিআইডি 162184024ডিওআই:10.1007/s11469-019-00095-0 
  3. Wang, Jian; Li, Mei; Zhu, Daqiao; Cao, Yang (২০২০-১২-০৮)। "Smartphone Overuse and Visual Impairment in Children and Young Adults: Systematic Review and Meta-Analysis"Journal of Medical Internet Research (ইংরেজি ভাষায়)। 22 (12): e21923। ডিওআই:10.2196/21923পিএমআইডি 33289673 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)পিএমসি 7755532অবাধে প্রবেশযোগ্য |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য)