রুস্তম আলী ফরাজী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মোঃ রুস্তম আলী ফরাজী থেকে পুনর্নির্দেশিত)
রুস্তম আলী ফরাজী
পিরোজপুর-৩ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০১৮ – ২০২৪
উত্তরসূরীশামীম শাহনেওয়াজ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-03-21) মার্চ ২১, ১৯৫২ (বয়স ৭২)
মঠবাড়িয়া, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশী
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় পার্টি
শিক্ষাস্নাতকোত্তর
পেশাচিকিৎসক
ধর্মইসলাম

ডা. রুস্তম আলী ফরাজী একজন বাংলাদেশি চিকিৎসক ও রাজনীতিবিদ। তিনি পিরোজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চতুর্থ মেয়াদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][২]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রুস্তম আলী ফরাজী ২১ মার্চ ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। রাজনীতিতে আসার পূর্বে তিনি একজন পেশাজীবি চিকিৎসক ছিলেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

রুস্তম আলী ফরাজী ১৯৯৬ সালে পিরোজপুর-৩ থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে এবং ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হন।[৩] তিনি ৫ জানুয়ারী ২০১৪ থেকে পিরোজপুর -৩ থেকে একটি স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হন। তিনি পাবলিক অ্যাকাউন্টস সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাংসদ হন। তিনি মোট পাঁচবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে চার বার বিজয়ী হন।[১] ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কাছে হেরে যান।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রুস্তম আলী ফরাজী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী বায়জিদ সেপাই বিপুল ভোটে জয়ী | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  3. "Dr.Rustum Ali Faraji"Dr.Rustum Ali Faraji। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮ 
  4. "চারবারের এম‌পি‌কে হারিয়ে স্বতন্ত্রের শামীম শাহনেওয়াজ বিজয়ী | খবরের কাগজ"Khaborer Kagoj-খবরের কাগজ। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]