একাব্বর হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মোঃ একাববর হোসেন থেকে পুনর্নির্দেশিত)
একাব্বর হোসেন
টাঙ্গাইল-৭ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০০১ – ১৬ নভেম্বর ২০২১
পূর্বসূরীআবুল কালাম আজাদ সিদ্দিকী
উত্তরসূরীখান আহমেদ শুভ
ব্যক্তিগত বিবরণ
জন্মমো. একাব্বর হোসেন
১২ জুলাই ১৯৫৬
পোষ্টকামুরী, মির্জাপুর, টাঙ্গাইল, পূর্ব পাকিস্তান
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৬ নভেম্বর ২০২১
সিএমএইচ, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীঝর্ণা হোসেন
সন্তানএক ছেলে ও দুই মেয়ে
পিতামাতাওয়াজউদ্দিন
রেজিয়া বেগম
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
সরকারি তিতুমীর কলেজ

একাব্বর হোসেন (১২ জুলাই ১৯৫৬ – ১৬ নভেম্বর ২০২১) বাংলাদেশের রাজনীতিবিদ যিনি টাঙ্গাইল-৭ আসনের পরপর চারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।[১][২][৩][৪]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

একাব্বর হোসেন ১২ জুলাই ১৯৫৬ সালে টাঙ্গাইলের মির্জাপুরের পোষ্টকামুরী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ওয়াজউদ্দিন এবং মাতার রেজিয়া বেগম। সরকারী তিতুমীর কলেজে তিনি লেখাপড়া করেন। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্মান ও ১৯৭৮ সালে এমএসএস ডিগ্রী অর্জন করেন।

তার স্ত্রী ঝর্ণা হোসেন। এই দম্পতীর এক ছেলে তাহরীম হোসেন সীমান্ত ও দুই মেয়ে।[৫]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ১৯৭৩ সালে সরকারী তিতুমীর কলেজে পড়াকালীন সময়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ সালে একই হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।[৫]

তিনি মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির তিনবার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।[৫]

২০০১ সালে তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১] পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৩][৪]

তিনি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]

মৃত্যু[সম্পাদনা]

একাব্বর হোসেন ১৬ নভেম্বর ২০২১ সালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে পোষ্টকামুরী নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪ 
  3. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  4. "১১তম সংসদের সদস্যবৃন্দ"জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  5. "টাঙ্গাইলের সাংসদ একাব্বর আর নেই"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ নভে ২০২১। ১৬ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভে ২০২১