মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়
মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় | |
---|---|
![]() | |
![]() | |
ঠিকানা | |
মোংলা, বাগেরহাট মোংলা দক্ষিণ বঙ্গ ৯৩৫১ বাংলাদেশ | |
স্থানাঙ্ক | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | সরকারি মাধ্যমিক বিদ্যালয় |
নীতিবাক্য | আল্লাহ আমাকে জ্ঞান দাও |
ধর্মীয় অন্তর্ভুক্তি | সকল |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৮৭ |
প্রতিষ্ঠাতা | মোংলা বন্দর |
অবস্থা | সক্রিয় |
ভগিনী বিদ্যালয় | পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা |
বিদ্যালয় বোর্ড | যশোর শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | বাগেরহাট |
কর্তৃপক্ষ | মোংলা বন্দর কর্তৃপক্ষ |
বিদ্যালয় কোড | ৪৫৪১ |
ইআইআইএন | ১১৫০২৫ |
অধ্যক্ষ | মোঃ ইউনুছ আলী মোল্লা |
শিক্ষকমণ্ডলী | ২১ জন |
কর্মচারী | ১০জন |
শ্রেণী | শিশু থেকে দশম |
লিঙ্গ | ছেলে ও মেয়ে |
বয়স | ৫ ১৬ পর্যন্ত |
শিক্ষার্থী সংখ্যা | ৫৪৭(মাধ্যমিক-২৬৫ জন, প্রাথমিক-২৮২ জন) |
ভাষা | বাংলা এবং ইংরেজি |
সময়সূচির ধরন | দিন |
শ্রেণীকক্ষ | ১৯টি |
ক্যাম্পাসসমূহ | ১টি |
শিক্ষায়তন | ৪.৭০ একর (১.৯০ হেক্টর) |
হাউস | ২টি |
রং | , , |
অ্যাথলেটিক্স সম্মেলন | ২টি |
ক্রীড়া | ফুটবল এবং ক্রিকেট |
বার পাশের হার | ১০০% |
বর্ষপুস্তক | অন্বেষা |
উৎস:২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী |
মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় হল বাংলাদেশের একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।[১][২][৩] ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পরিচালনা করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
এই বিদ্যালয়ের শিক্ষক ২৬ জন ও ছাত্রছাত্রীসংখ্যা প্রায় ৫৪৭ জন।
ইতিহাস[সম্পাদনা]
মোংলা বন্দরের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ছেলে মেয়েদের পড়াশুনার জন্য একটি বিদ্যালয় প্রয়োজন হলে বন্দর ভবনের কাছাকাছি মাধবী আবাসিক এলাকায় ১৯৮৭ সালে ৪.৭০ একর ক্যাম্পাস এলাকা নিয়ে গড়ে ওঠে এই বিদ্যালয়টি।[৩] ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু হয়। ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর বিদ্যালয়ে মাধ্যমিক স্বীকৃতি পেলেও ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়। এর পূর্ব নাম ছিল মংলা বন্দর স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়টি প্রথম দিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল; বর্তমানে এটি একটি মাধ্যমিক বিদ্যালয়।
সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় ২০১৪ সাল থেকে অন্বেষা নামক বার্ষিক সাময়িকী প্রকাশ করছে। এখানে প্রতি বছর জাতীয় উৎসবগুলো পালন করে থাকে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "মংলা উপজেলা"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "All Schools And Colleges List of Bagerhat, Bandarban, Barguna, Barisal, Bhola, Bogra, Brahamanbaria, Chandpur"। Chittagong।
- ↑ ক খ "মংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৫।
মোংলা পোর্ট অধীনে পরিচালিত একটি আদর্শ বিদ্যাপীঠ ।
[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]