মেহের উন নেসা বেগম (নূর জাহানের মেয়ে)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেহের উন নেসা বেগম
রাজত্ব৭ নভেম্বর ১৬২৭ - ১৯ জানুয়ারি, ১৬২৮
জন্মআনু. 1605
মৃত্যুলাহোর, পাকিস্তান
দাম্পত্য সঙ্গীশাহরিয়ার মির্জা
বংশধরআরজানি বেগম
রাজবংশতৈমুরি রাজবংশ (বিবাহ সূত্রে)
পিতাশের আফগান
মাতানূর জাহান
ধর্মইসলাম

মেহের-উন-নেসা বেগম (জন্মঃ আনুমানিক ১৬০৫ খৃস্টাব্দ) ছিলেন নূর জাহানের কন্যা। তিনি নূর জাহানের প্রথম স্বামী শের আফগানের মেয়ে। মেহের উন নেসা সম্রাট জাহাঙ্গীরের পুত্র রাজকুমার শাহরিয়ার মির্জার স্ত্রী ছিলেন।

প্রথম জীবন[সম্পাদনা]

মেহের-উন-নেসা বেগমের [১] বাবার নাম আলী কুলি বেগ। আলী কুলি বেগের উপাধি ছিলো শের আফগান খান।[২] তার মা নূর জাহানের আসল নাম হলো মেহের উন নেসা খানম, তিনি ছিলেন মির্জা গিয়াস বেগের মেয়ে। তাঁর অপর নাম ইতিমাদ-উদ-দ্দৌলা। মেহের উন নেসা বেগম আসাফ খানের কন্যা সম্রাট শাহ জাহানের স্ত্রী মুমতাজ মহলের চাচাতো বোন।[৩] ১৬০৭ সালে শের আফগান খানের মৃত্যুর পর, তিনি এবং তাঁর মা আগ্রায় চলে আসেন।[৪] ১৬১১ খ্রিষ্টাব্দে তাঁর মা সম্রাট জাহাঙ্গীরকে পুনরায় বিয়ে করেন। তখন তাঁর নাম হয় নূর জাহান বেগম।[৫]

১৬১৭ সালে নূর জাহান ও তাঁর ভাই পরিকল্পনা করেন জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র রাজকুমার খশরু মির্জার সাথে মেহের উন নেসার বিয়ে দেবেন। কিন্তু রাজকুমার খশরু মির্জা এই বিয়েতে অসম্মতি জানান। কারণ তিনি তাঁর স্ত্রীকে ভালোবাসতেন। তাঁর স্ত্রী ছিলেন মির্জা আজিজ কোকার কন্যা।[৬]

বিবাহ[সম্পাদনা]

যখন মেহের-উন-নেসার বয়স প্রায় ১৬ বছর হলো,[৭] জাহাঙ্গীর তাঁর পুত্র শাহরিয়ারের সাথে তাঁর বিয়ে দিলেন। ১৬২২ সালের ২২ ডিসেম্বর তিনি মির্জা গিয়াস বেগের কাছে নগদ এক লাখ রুপি এবং মূল্যবান পণ্য পাঠিয়েছিলেন। এই বিয়েতে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছিলো।[৮]

বিয়েটি ২৩ এপ্রিল, ১৬২১ খ্রিষ্টাব্দে গিয়াস বেগের বাড়িতে অনুষ্ঠিত হয়।[৭] সম্রাট জাহাঙ্গীর ও তাঁর হারেমের মহিলারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।[৯]

১৬২৩ সালের ১৩ সেপ্টেম্বর মেহের-উন-নেসা একমাত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, [১০] যার নাম আরজানি বেগম।[১১]

মেহের উন নেসা ও তার মা নূর জাহান বেগমের সমাধি

১৬২৭ সালের ২৮ অক্টোবর সম্রাট জাহাঙ্গীর মারা যান। তখন তাঁর স্বামী শাহরিয়ার লাহোরে সিংহাসনে আরোহণ করেন।[১২] কারণ তাঁর মা নূর জাহান এমনটাই চেয়েছিলেন। ১৯ জানুয়ারি, ১৬২৮ খ্রিষ্টাব্দে শাহজাহান সিংহাসনে আরোহণ করেন এবং ২৩ জানুয়ারি তিনি শাহরিয়ারকে হত্যার আদেশ দেন। এছাড়া দানিয়েল মির্জার পুত্র তাহমুরাস মির্জা ও হোশাং মির্জা, রাজকুমার খসরু মীর্জার পুত্র দাওয়ার বখশ মির্জা এবং গার্সাস্প মির্জাকেও মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেন।[১৩]

শেষ সময়[সম্পাদনা]

মেহের উন নেসা ২২ বছর বয়সে বিধবা হন। তারপর তিনি তাঁর মায়ের সাথে লাহোরে বসবাস করছিলেন। তাদের দুজনই খুব সহজ এবং সাদামাটা জীবনযাপন করতেন। ১৬৪৫ খ্রিষ্টাব্দে নূর জাহানের মৃত্যু হয় এবং তাঁর স্বামী জাহাঙ্গীরের পাশে আলাদা সমাধি গৃহে সমাধিস্থ করা হয়।[১৪] মেহের উন নেসাকেও সেখানেই দাফন করা হয়।[১৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Pelsaert, Francisco (জানুয়ারি ১, ১৯৭৯)। De Geschriften van Francisco Pelsaert over Mughal Indië, 1627:Kroniek en Remonstrantie। Nijhoff। পৃষ্ঠা 134। আইএসবিএন 978-9-024-72173-3 
  2. Sharma, S. R. (জানুয়ারি ১, ১৯৯৯)। Mughal Empire in India: A Systematic Study Including Source Material, Volume 2। Atlantoc Publishers & Dist। পৃষ্ঠা 341। আইএসবিএন 978-8-171-56818-5 
  3. Eraly, Abraham (২০০০)। Emperors of the Peacock Throne: The Saga of the Great Mughals। Penguin Books India। পৃষ্ঠা 268আইএসবিএন 978-0-141-00143-2 
  4. Shujauddin, Mohammad; Shujauddin, Razia (১৯৬৭)। The Life and Times of Noor Jahan। Caravan Book House। পৃষ্ঠা 25। 
  5. Mukherjee, Soma (২০০১)। Royal Mughal Ladies and Their Contributions। Gyan Books। পৃষ্ঠা 135। আইএসবিএন 978-8-121-20760-7 
  6. Nicoll 2009, পৃ. 104।
  7. Nicoll 2009, পৃ. 118।
  8. Jahangir ও Thackston 1999, পৃ. 353।
  9. Jahangir ও Thackston 1999, পৃ. 361।
  10. Jahangir ও Thackston 1999, পৃ. 406।
  11. Abū al-Faz̤l ibn Mubārak (১৮৭৩)। The Ain i Akbari - Volume 1। Rouse। পৃষ্ঠা 311। 
  12. Jahangir ও Thackston 1999, পৃ. 457।
  13. Jahangir ও Thackston 1999, পৃ. 460।
  14. Mehta, JI (১৯৮৬)। Advanced Study in the History of Medieval India। Sterling Publishers Pvt. Ltd। পৃষ্ঠা 417। আইএসবিএন 978-8-120-71015-3 
  15. Nicoll 2009, পৃ. 293।