মেন্সা ইন্টারন্যাশনাল
![]() | |
গঠিত | ১ অক্টোবর ১৯৪৬[১] |
---|---|
আইনি অবস্থা | অলাভজনক সংস্থা |
উদ্দেশ্য | উচ্চ বুদ্ধিমত্তার গোষ্ঠি |
সদরদপ্তর | স্ল্যাট বার্ন, চার্চ লেন, ক্যাথোর্প, লিঙ্কনশায়ার, ইংল্যান্ড |
অবস্থান |
|
সদস্যপদ | ১২১,০০০ জনের বেশি[২] |
ওয়েবসাইট | mensa |
মেন্সা বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের নিয়ে গঠিত সর্ববৃহৎ সংস্থা। এর সদস্য সংখ্যা প্রায় ১০০০০০০। শুধু যুক্তরাষ্ট্রেই এর সদস্য আছেন ৪৩০০০ জন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে। বিভিন্ন পেশা,বয়স এবং শিক্ষার মানুষ এর সদস্য। সদস্যদের এই বৈচিত্র এই সংস্থাকে বিচক্ষন এবং চটপটে লোকদের এক মিলনস্থলে পরিণত করেছে। শুধু বুদ্ধিবৃত্তিক আলোচনা ছাড়াও এই গ্রুপ টি নানা রকম মজাদার কাজ যেমন মন্টি পাইথন দেখা, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে মজাদার আলাপ করা থেকে শুরু করে নানা রকম ঘরোয়া খেলাধুলায়ও নিজেদের নিয়োজিত করে থাকে। সদস্য হবার একমাত্র যোগ্যতা হলো বুদ্ধিমত্তা।
সদস্য হবার যোগ্যতা[সম্পাদনা]
মেনসার সদস্য হতে হলে মেনসা পরিচালিত অথবা কোন স্বীকৃত আইকিউ পরীক্ষায় প্রায় ১৩২ আইকিউ এর অধিকারী হতে হবে। অন্যভাবে বলতে গেলে ৯৮ তম পার্সেন্টাইল মার্ক অর্জন করতে হবে।
মেনসার নিজস্ব পরীক্ষা পদ্ধতি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Mensa is 65 on 1st October – how Brilliant is that?"। Mensa International। ৪ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৪।
- ↑ Minutes of the meeting of the International Board of Directors of the international organization Mensa (পিডিএফ), Calgary, Canada: Mensa International, ২০–২২ সেপ্টেম্বর ২০১৩, পৃষ্ঠা 2, সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৪[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] [Requires membership]