মেটেচাঁদি চড়ুইভরত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেটেচাঁদি চড়ুইভরত
Ashy-crowned Sparrow Lark (Male) I IMG 8244.jpg
পুরুষ মেটেচাঁদি চড়ুইভরত
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Passeriformes
পরিবার: Alaudidae
গণ: Eremopterix
প্রজাতি: E. griseus
দ্বিপদী নাম
Eremopterix griseus
(Scopoli, 1786)
প্রতিশব্দ

Alauda grisea
Pyrrhulauda grisea

মেটেচাঁদি চড়ুইভরত (ইংরেজি: Ashy-Crowned Sparrow-Lark; বৈজ্ঞানিক নাম: Eremopterix griseus), বালুচাটা বা ধুলচাটা আলাউডিডি (Alaudidae) গোত্র বা পরিবারের অন্তর্গত ছোট আকৃতির মেঠো পাখি। সাধারণত নিরিবিলি বালুময় নদীতীর ও বিরান মাঠে ধীরপায়ে লাফিয়ে ও হেঁটে বেড়ায় এই পাখিরা। শুকনো ও ধুলাময় মাটিতে ঠোকর দিয়ে খাবার খায়। কর্ষিত জমি, শুকনো মুক্ত অঞ্চল, শিলাময় এলাকা এ পাখির প্রিয় আবাস। সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। শীতকালে বড় বড় দলে ঘুরে বেড়ায়।

বিস্তৃতি[সম্পাদনা]

ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা মেটেচাঁদি চড়ুইভরতের মূল আবাসস্থল। প্রায় ২৯ লক্ষ ৭০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[২]

বিবরণ[সম্পাদনা]

স্ত্রী মেটেচাঁদি চড়ুইভরত

প্রাপ্তবয়স্ক পুরুষ ও স্ত্রী পাখির চেহারা ভিন্ন। পুরুষ পাখির পিঠ বালি-বাদামি, ডানার পালক কালচে, মাথার চাঁদি ও ঘাড়ের পেছন ধূসর। পুরুষ পাখির পেট ও বুক থেকে গলা আবধি গাঢ় কালো রঙের পালক থাকে। স্ত্রী পাখির এটি থাকে না। স্ত্রী পাখি অনেকটা স্ত্রী চড়ুইয়ের মত দেখতে। স্ত্রী পাখির পিঠ ও দেহতল লম্বা লম্বা দাগসহ পুরো বালি-বাদামি। মুখ ফিকে পাটকিলে। দেহ দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার। ওজন ১৬ গ্রাম। [৩]

মেটেচাঁদি চড়ুইভরতের একাধিক উপপ্রজাতি রয়েছে।

খাদ্যাভ্যাস[সম্পাদনা]

খাদ্যতালিকায় আছে বীজ, পিঁপড়া, গুবরে পোকা ও অন্যান্য পোকামাকড়।

প্রজনন[সম্পাদনা]

বাসা ও ডিম

সারা বছরই এই পাখির প্রজনন মৌসুম। তবে স্থানভেদে প্রজননের নির্দিষ্ট মৌসুম দেখা যায়। প্রজনন মৌসুমে পুরুষ ভরত নেচে কুঁদে স্ত্রী পাখির মন জয় করার চেষ্টা চালায়। প্রাকৃতিক খোদলে ঘাস, পালক বিছিয়ে বাসা বানায়। দু-তিনটি বাদামী ছিটযুক্ত ডিম পাড়ে। স্ত্রী পুরুষ দুজনেই ডিমে তা দেয়। ১৩ থেকে ১৪ দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। বাবা মা দুজনেই সন্তানের পরিচর্যা করে, তবে মা ভরত এসময় বেশি পরিচর্যা করে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Eremopterix griseus, IUCN, মেটেচাঁদি চড়ুইভরত বিষয়ক পাতা।
  2. Ashy-crowned Sparrow-Lark, BirdLife International, মেটেচাঁদি চড়ুইভরত বিষয়ক পাতা।
  3. মেটেচাঁদি চড়ুইভরত, সৌরভ মাহমুদ | তারিখ: ২০-১১-২০১১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]