মেটাল ব্লেড রেকর্ডস
মেটাল ব্লেড রেকর্ডস | |
---|---|
স্বত্বাধিকারী কোম্পানি | ইউএমজি |
প্রতিষ্ঠাকাল | ১৯৮২ |
প্রতিষ্ঠাতা | ব্রায়ান স্লাগেল |
অবস্থা | করপোরেট |
পরিবেশক | রেড ডিস্ট্রিবিউশন (আমেরিকা) ওয়ার্নার ব্রস. রেকর্ডস (১৯৮৮-১৯৯৩, আমেরিকা) ওয়ার্নার মিউজিক গ্রুপ (আমেরিকার বাইরে) রায়ট এন্টারটেইনমেন্ট (অস্ট্রেলিয়া) |
ধরন | নানারকম সঙ্গীত ধারা |
দেশ | আমেরিকা |
অবস্থান | ক্যালিফোর্নিয়া |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | www.metalblade.com |
মেটাল ব্লেড রেকর্ডস একটি রেকর্ড লেবেল যা ব্রায়ান স্লাগেল ১৯৮২ সালে প্রতিষ্ঠা করেন। এর অফিসগুলো আছে আমেরিকা, জার্মানি ও জাপানে। এই লেবেল আমেরিকায় সনি বিএমজি মিউজিক এন্টারটেনইমেন্ট/রেড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমেরিকায় অ্যালবাম বাজারজাত করে। আগে ১৯৮৮-১৯৯৩ সালে ওয়ার্নার ব্রস. রেকর্ডস আমেরিকায় তাদের প্রকাশিত অ্যালবাম বাজারজাত করত। মেটাল ব্লেড রেকর্ডসের শিল্পীরা বিলবোর্ডে তাদের উপস্থিতি জানান দেয়, যেমন-আমন আমার্থ, ট্রাবল, অ্যাজ আই লে ডাইয়িং, স্লেয়ার, ক্যানিবাল করপস, দ্যা ব্ল্যাক ডাহলিয়া মার্ডার, ফেটস ওয়ারনিং, লিজি বরডেন, এ্যানভিল, জব ফর আ কাউবয় ও আনআর্থ। গো গো ডলস একমাত্র মেটাল ব্লেড শিল্পী যাদের অ্যালবাম গোল্ড ও প্লাটিনাম এ্যাডওয়ার্ড পেয়েছে ও এখন পর্যন্ত নন মেটাল শিল্পী হয়ে তাদের সাথে চুক্তিতে আছে। আমেরিকায় তাদের অফিস হলো ক্যালিফোর্নিয়ার আগোরা হিলসে।