মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ
অবয়ব
প্রতিষ্ঠাতা(গণ) | মেজর জেনারেল মাহমুদুল হাসান |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৮৯ খ্রি. |
অবস্থান | Kollan Complex, Shohid Zoglu Road, Tangail , |
স্থানাঙ্ক | 24.25002989317332, 89.91527943019487 |
ওয়েবসাইট | http://www.mgmhauc.edu.bd/ |
মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ টাঙ্গাইল জেলা শহরের প্রাণকেন্দ্রে, পুরাতন আদালত রোডে অবস্থিত একটি কলেজ।
স্থাপন
[সম্পাদনা]এটি ১৯৮৯ সালে মাহমুদুল হাসান, এম পি কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি টাঙ্গাইল জেলার অন্যতম প্রধান উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।
নামকরণ
[সম্পাদনা]প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের নামে উক্ত কলেজের নামকরণ করা হয়।[মৌলিক গবেষণা?]
বিভাগ
[সম্পাদনা]এই কলেজে তিনটি বিভাগ রয়েছে।
- বিজ্ঞান
- ব্যবসায় শিক্ষা ও
- মানবিক
এছাড়া কিছু বিষয়ে এই কলেজটিতে স্নাতক (পাস) ডিগ্রি ও প্রদান করা হয়। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
অর্জন
[সম্পাদনা]২০০৩ সালে এই কলেজ জাতীয় পর্যায়ে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে এবং মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক লাভ করে ।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের ওয়েবসাইট"। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।