মেঘালয়ে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২০ মেঘালয়ে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী
রোগকোভিড-১৯
ভাইরাসের প্রজাতিসার্স-কোভ-২
স্থানমেঘালয়, ভারত
প্রথম সংক্রমণের ঘটনাশিলং
আগমনের তারিখ১৪ এপ্রিল ২০২০
(৪ বছর)[১]
উৎপত্তিউহান, হুবেই, চীন
নিশ্চিত আক্রান্ত৪৪ (১০ জুন ২০২০)
সক্রিয় আক্রান্ত১৭
সুস্থ২৬ (১৪ জুন ২০২০)
মৃত্যু
১ (১৫ এপ্রিল ২০২০)
মৃত্যুর হার
২২ সেপ্টেম্বর ২০২০ অনুসারে ২.২৭%
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
meghealth.gov.in

ভারতে ২০১৯–২০ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর প্রথম ঘটনাটি ৩০ জানুয়ারী ২০২০ সালে চীন থেকে উদ্ভূত হয়েছিল । আস্তে আস্তে মহামারীটি ভারতের মেঘালয় রাজ্য সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ১৪ এপ্রিল এই অঞ্চলে সংক্রমণের প্রথম ঘটনাটি রেকর্ড করা হয়েছিল।

২০২০ সালের ১৪ মে পর্যন্ত মেঘালয়ে মোট ঘটনার সংখ্যা ১৩টি। এটির মধ্যে ২টি সক্রিয় ঘটনা রয়েছে, ১০ জন আ্ররোগ্যলাভ করেছে এবং ১ জনের মৃত্যু হয়েছে। [২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Meghalaya registers first COVID-19 positive case"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-১৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪ 
  2. "MoHFW-GOI"Ministry of Health and Family Welfare। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০